BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতীয় দলে প্রতিভাবান ব্যাটার সরফরাজ খানের সুযোগ না পাওয়ার কারণ জানালেন ব্র্যাড হগ

 ভারতীয় দলে প্রতিভাবান ব্যাটার সরফরাজ খানের সুযোগ না পাওয়ার কারণ জানালেন ব্র্যাড হগ

#image_title

Sarfaraz Khan. (Photo Source: Twitter)

জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইতিমধ্যেই এই সফরের জন্য টেস্ট এবং ওডিআই দল ঘোষণা করে দিয়েছে। এই দলে জায়গা পাননি মুম্বাইয়ের প্রতিভাবান ব্যাটার সরফরাজ খান। সেই কারণেই ভারতীয় দলের নির্বাচকদের সমালোচনায় সরব হয়েছেন নির্বাচকরা। এর আগেও সরফরাজ খানকে দলে জায়গা না দেওয়ার জন্য ভারতীয় দলের নির্বাচকদের সমালোচিত হতে হয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে পরাজয়ের পরেও তাকে টেস্ট দলে সুযোগ না দেওয়ায় অসন্তুষ্ট হয়েছেন সমর্থকরা।

সম্প্রতি প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হগ সরফরাজ খান কেন ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না তার কারণ জানিয়েছেন। এছাড়াও কি করলে সরফরাজ ভারতীয় দলে জায়গা করে নেবেন সেটিও জানিয়েছেন তিনি।

ব্র্যাড হগ নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “রঞ্জি ট্রফিতে সরফরাজ খান অসাধারণ খেলেছেন। কেন তিনি এই দলে নেই? আমি জানি কেন সরফরাজ খানকে বাছাই করা হয়নি এবং কেন তাকে এখনই টেস্ট স্তরে ভারতের লাইনআপে দেখা যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “এক – সে তার রাজ্যের দলের হয়ে মিডল অর্ডারে ব্যাট করেন, যেটা হল পাঁচ বা ছয়। এছাড়াও, আইপিএলে আপনি যদি উচ্চমানের ভালো পেস বোলিংয়ের বিরুদ্ধে তার রেকর্ড দেখেন তবে সেটি তেমন ভালো নয়। আমি মনে করি এখানেই ভারতীয় দলের নির্বাচকরা সরফরাজ খানকে নিয়ে একটু সংশয়ের মধ্যে রয়েছেন। তিনি যদি পরবর্তী আইপিএলে উন্নতি করতে পারেন তবে আমি নিশ্চিত যে তিনি টেস্ট স্তরে ভারতের হয়ে দীর্ঘ ক্যারিয়ার গড়তে চলেছেন।”

“আমার মনে হয় ভারতীয় দলের নির্বাচকরা তরুণদের নিয়ে এগিয়ে যেতে চায়” – ব্র্যাড হগ

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল থেকে অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারার বাদ পড়া নিয়েই মুখ খুলেছেন ব্র্যাড হগ। তার মতে ভারতের ক্রিকেট দলের নির্বাচকরা তরুণদের নিয়ে অগ্রসর হতে চাইছেন।

ব্র্যাড হগ বলেন, “আমি মনে করি তার পারফরম্যান্সের সাথে এর কোনও সম্পর্ক নেই। তিনি গত এক দশক ধরে সেরা তিন নম্বর খেলোয়াড়দের একজন হিসেবে রয়েছেন। সব সমস্যাই মনে হয় তার স্ট্রাইক রেট নিয়ে রয়েছে। আমার মনে হয় ভারতীয় দলের নির্বাচকরা তরুণদের নিয়ে এগিয়ে যেতে চায়, তারা এখন অর্ডারের শীর্ষে আরও আক্রমণাত্মক ব্যাটিং দেখতে চায়।”

The post ভারতীয় দলে প্রতিভাবান ব্যাটার সরফরাজ খানের সুযোগ না পাওয়ার কারণ জানালেন ব্র্যাড হগ appeared first on CricTracker Bengali.

Exit mobile version