Rohit Sharma. (Image Source: Twitter)
অনেকদিন ধরেই ভারতের হয়ে টি-২০ ক্রিকেট খেলেছেন না অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি সহ বাকি সিনিয়র ক্রিকেটাররা। যদিও আইপিএলে তারা পুরো মরসুম জুড়েই খেলছেন। কিন্তু আন্তর্জাতিক টি-২০ ম্যাচের সময় তাদের বিশ্রাম দিয়ে দেওয়া হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং ওডিআই সিরিজ খেলেছিলেন রোহিত। কিন্তু টি-২০ সিরিজে তাকে এবং বিরাট কোহলিকেও বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিতের অনুপস্থিতিতে অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলছে ভারতীয় দল। টি-২০ সিরিজ এলেই সবসময় রোহিত এবং কোহলিকে কেন বিশ্রাম দেওয়া হচ্ছে সেই নিয়ে দর্শকদের মনেও প্রশ্ন জাগছে। তবে এইবার ভারতের অধিনায়ক রোহিত শর্মা সকল প্রশ্নের উত্তর দিয়েছেন।
রোহিত শর্মা নিজের বক্তব্যের মাধ্যমে একথা স্পষ্ট করে দিয়েছেন যে চাপ সামলানোর জন্যই টি-২০ ক্রিকেট খেলছেন না তারা। সারা বছর ধরে সব ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া একেবারেই সহজ কাজ নয়। তাই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট না খেলার মাধ্যমেই ওয়ার্কলোড ম্যানেজ করছেন তারা।
আমেরিকায় একটি অনুষ্ঠানে গিয়ে রোহিত শর্মা বলেন, “অতীতেও আমরা এ নিয়ে কথা বলেছি। যে হেতু এই বছর ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে, তাই আমাদের মতো সিনিয়র ক্রিকেটারদের পক্ষে সব ফরম্যাটে খেলা সম্ভব নয়। যদি আপনারা সূচি খুঁটিয়ে দেখেন তা হলে দেখবেন, পরের পর ম্যাচ রয়েছে। তাই কিছু কিছু ক্রিকেটারের ওয়ার্কলোড নিয়ে আমরা বিশেষ ভাবে চিন্তিত। বিশ্বকাপের আগে যাতে তারা বিরতি পায় এবং নিজেদের পরিশ্রমের মধ্যে একটা ভারসাম্য রাখতে পারে, তাই জন্যেই সব ফরম্যাটে খেলানো হয় না। সেই তালিকায় আমিও রয়েছি।”
অনেকেই মনে করছেন যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। রোহিত টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ালে হার্দিক পান্ডিয়াকে ভারতের টি-২০-এর অধিনায়ক করা হবে বলে মনে করা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম দুটি টি-২০ ম্যাচে পরাজিত হয়েছে ভারত
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্ৰথম দুটি ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি। প্রথম এবং দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৪ রান এবং ২ উইকেটে পরাজিত হয়েছিল ভারত।
৮ই আগস্ট, মঙ্গলবার, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচটি খেলতে নামবে ভারত। এই ম্যাচে ভারত জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post ভারতীয় দলের হয়ে সিনিয়র ক্রিকেটারদের টি-২০ ম্যাচে না খেলার পিছনে কারণ জানালেন অধিনায়ক রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.