BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতীয় দলের সিনিয়র সদস্যদের টেস্ট থেকে বিশ্রাম নিয়ে ওডিআইতেই ফোকাসের বার্তা গাভাসকরের

 ভারতীয় দলের সিনিয়র সদস্যদের টেস্ট থেকে বিশ্রাম নিয়ে ওডিআইতেই ফোকাসের বার্তা গাভাসকরের

#image_title

Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিশ্রীভাবে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। ২০৯ রানে হেরেছিল সেই ম্যাচ। মাঝে কেটে  গিয়েছে বেশ কয়েকটা দিন। এবার বারতের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই প্রথমে জোড়া টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। সিরিজ শুরু হোয়ার আগেই বিশেষ পরামপ্শ প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকরের।

এই বছরই ভারতের ঘরের মাঠে হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক চললে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেই ম্যাচে নামার আগেই ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের জন্য বিশেষ পরামর্শ সুনীল গাভাসকরের। বিশ্বকাপের কথা মাথায় রেখে আপাতত তাদের টেস্টের দিক থেকে নিজেদের সরিয়ে রাখার পরামর্শই দিচ্ছেন সুনীল গাভাসকর। সরাসরি নাম না করলেও রোহিত শর্মা, বিরাট কোহলিদের উদ্দেশ্যেই যে এই পরামর্শ তিনি দিচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে পারে ওডিআই বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতয়ী দলের কোনও তারকা ব্যাটারই নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি। ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে এবার ভারতীয় দলে তারুণ্যের আধিক্য। রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল এবং মুকেশ কুমাররা জায়গা করে নিয়েছেন। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। যদিও রোহিত শর্মার নেতৃত্বেই নামতে দেখা যাবে ভারতীয় দলকে। বিরাট কোহলিও অবশ্য এই দলে রয়েছেন। সেই পরিস্থিতিতেই সুনীল গাভাসকরের এই মন্তব্য।

এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়ে গিয়েছে। সেখানে আমরা ব্যর্থ হয়েছি। এবার সামনে রয়েছে ওডিআই বিশ্বকাপের আসর। এই মুহূর্তে অভিজ্ঞ ক্রিকেটারদের  টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দেব আমি এবং সেইসঙ্গে তাদের ওডিআই বিশ্বকাপের দিকেই বিশেষ নজর দেওয়ার বার্তা দেব আমি। এই মুহূর্তে শুধুমাত্র একদিনের ফর্ম্যাটে এবং সেইসঙ্গে টি টোয়েন্টির দিকেই তারা ফোকাস করতে পারে। এই মুহূর্তে তাদের সাদা বলের ফর্ম্যাটের ক্রিকেটের ওপরই নজর দেওয়ার পরামর্শ দেব”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলের তরুণ ক্রিকেটারদেরই বেসী সুযোগ দেওয়ার পক্ষে সুনীল গাভাসকর। তাঁর মতে এখন আর ওয়েস্ট ইন্ডিজ আগের মতো দুর্ধর্ষ দল নেই। সেখানে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে তাদের সঠিকভাবে প্রস্তুত করাই উচিত্ ভারতীয় দলের। শেষপর্যন্ত এই পরামর্শ ভারতীয় টিম ম্যােনেজমেন্টের সদস্যরা তদের কানে তোলে কিনা সেটাই এখন দেখার।

The post ভারতীয় দলের সিনিয়র সদস্যদের টেস্ট থেকে বিশ্রাম নিয়ে ওডিআইতেই ফোকাসের বার্তা গাভাসকরের appeared first on CricTracker Bengali.

Exit mobile version