BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতীয় দলের পেস লাইনআপ নিয়ে চিন্তার সুর রোহিত শর্মার গলায়

 ভারতীয় দলের পেস লাইনআপ নিয়ে চিন্তার সুর রোহিত শর্মার গলায়

#image_title

Rohit Sharma. (Photo Source: Disney+Hotstar)

আর কয়েক ঘন্টা পরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরুর করার লক্ষ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই ডমিনিকাতে খেলতে নামবেন রোহিত শর্মারা। সেই ম্যাচে নামার আগে দলের পেস লাইন আপ নিয়েই যে খানিকটা চিন্তায় রয়েছেন রোহিত শর্মা তা হলার অপেক্ষা রাখে না। কার্যত দলের সেরা পেসাররা নেই। সেই জন্যই যে সকেলকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হচ্ছে সেই কথাও বলতে দ্বিধা করেননি ভারতীয় দলের অধিনায়ক।

চোটের জন্য গত বছর থেকেই ভারতীয় দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সামিকেও। এছাড়া  এই টেস্টে দল থেকে বাদ পড়েছেন উমেশ যাদব। কার্যত ভারতীয় দলের পেস লাইনআপের অভিজ্ঞ ক্রিকেটারদের সবসময় পাওয়া যাচ্ছে না। আর সেটা যে রোহিত শর্মাকে বেশ চিন্তায় রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচে নামার আগেও রোহিত শর্মার মুখে সেই কথাই শোনা গেল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দলের অভিজ্ঞ পেসাররা নেই

ওয়েস্ট ইন্ডিেজের মাটিতে বেশীরভাগ সময় পেসারদেরই সাফল্য পেতে দেখা গিয়েছে। এবারও যে তার অন্যথা হবে না, তা  বোঝাই যাচ্ছে। ভারতীয় দলের হয়ে এই ম্যাচে পেস লাইনআপকে নেতৃত্বে দেবেন মহম্মদ সি্রাজ। সেইসঙ্গে রয়েছেন জয়দেব উনাদকাট। একইসঙ্গে রয়েছেন নভদীপ সাইনি ও মুকেশ কুমারও। ভারতীয় দলের হে খেলার জন্য য়ে প্রচুর পেসার সবসময় তারা হাতে পান এমনটা যে একেবারেই হয় না, তা রোহিত শর্মার কথা থেকেই স্পষ্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে রোহিত  শর্মা জানিয়েছেন, “ওয়েস্ট ইন্ডিজের  মাটিতে বেশীরভাগ সময় পেসাররাই সবচেয়ে বেশী সাফল্য পেয়ে থাকেন। এখানে পেসাররা সাহায্যও পান যথেষ্ট। কিন্তু মাদের অনেকেই চোটের কবলে পড়েছেন। সেজন্যই দূর্ভাগ্যবসত ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হচ্ছে। আমাদের কাছে কিন্তু ফাস্ট বোলারদের লাইন লেগে নেই”।

গতবছরই পিঠের সমস্যার জেরে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। শোনাযাচ্ছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামতে পারেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য মহম্মদ সামিকেও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

The post ভারতীয় দলের পেস লাইনআপ নিয়ে চিন্তার সুর রোহিত শর্মার গলায় appeared first on CricTracker Bengali.

Exit mobile version