Indian ODI Team. (Image Source: BCCI)
শীর্ষস্থানীয় ক্রীড়া সরঞ্জামের ও পোশাক প্রস্তুতকারক ব্র্যান্ড ‘অ্যাডিডাস’ ভারতীয় ক্রিকেট দলের পোশাক প্রস্তুতকারী স্পনসর হতে চলেছে। বর্তমানে কেওয়াল কিরণ ক্লোথিং লিমিটেড (কেকেসিএল)-এর অধীনস্থ কিলার জিন্সের ব্র্যান্ড দলের কিটের স্বত্বাধিকারী। তবে সেই ব্র্যান্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই অ্যাডিডাস কিট স্পনসর হয়ে উঠবে। প্রতিবেদন অনুসারে, অ্যাডিডাসের সঙ্গে চুক্তিটি ২০২৩-এর জুন থেকে শুরু হয়ে সম্ভবত ২০২৮-এর মার্চ মাসে শেষ হবে।
পূর্ববর্তী স্পনসর মোবাইল প্রিমিয়ার লিগ (এমপিএল) ২০২০-র নভেম্বর থেকে ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত তিন বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু সেই মেয়াদ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই এমপিএল সরে দাঁড়িয়েছিল। এমপিএল চুক্তি থেকে প্রত্যাহার করার পরে কিলার জিন্স কয়েক মাসের জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সঙ্গে যুক্ত হয়েছিল।
এমপিএলের আগে, আমেরিকান ক্রীড়া সরঞ্জাম ও পোশাক প্রস্তুতকারী সংস্থা নাইকি বিসিসিআইয়ের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিল। ২০১৬ থেকে ২০২০-র মধ্যে তারা যে পাঁচ বছরের চুক্তিটি করেছিল তার মূল্য ছিল ₹৩৭০ কোটি টাকা। নাইকি মোট ১৪ বছরের জন্য টিম ইন্ডিয়ার কিট স্পনসর ছিল।
খেলাধুলার জগতে কিলার ব্র্যান্ডটির বিশেষ উপস্থিতি না থাকায় ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে মূলত জিন্স প্রস্তুতকারক হিসেবে পরিচিত সংস্থাটির যোগাযোগ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে চুক্তির শুরু থেকেই। খেলাধুলায় শক্তিশালী উপস্থিতি রয়েছে এমন একটি ব্র্যান্ডের সঙ্গে একটি শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার জন্য গভর্নিং বডি এমন একটি ব্র্যান্ডকে স্পনসর পেতে আগ্রহী ছিল যারা ক্রীড়াজগতে পরিচিত।
ভারতীয় দলের বিশ্বব্যাপী ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ক্ষেত্রে অ্যাডিডাস সাহায্য করবে
বিসিসিআই সূত্রের মতে, আগের স্পনসর নাইকির মতো বিশ্বব্যাপী পরিচিত এবং ক্রিকেটের সঙ্গে সম্পর্কযুক্ত আরও একটি ব্র্যান্ডের স্পনসরশিপ পেতে চলেছে বোর্ড। এমপিএল এবং কিলার জিন্সের মতো সংস্থার সঙ্গে বোর্ড চুক্তিবদ্ধ থাকায় বিসিসিআইয়ের ব্র্যান্ড ভ্যাল্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাডিডাসের সঙ্গে চুক্তি বাস্তবায়িত হলে একটি শীর্ষমানে ক্রীড়া পোশাকের ব্র্যান্ড বিসিসিআইয়ের ব্র্যান্ড ভ্যাল্যু আবার বাড়াতে সাহায্য করবে।
অ্যাডিডাসের সঙ্গে চুক্তিটি কেবল বিসিসিআই ও ভারতীয় ক্রিকেট দলের জন্যই নয়, ভারতীয় ক্রিকেট দলের অনুরাগীদের জন্যও উৎসাহব্যঞ্জক হবে। অ্যাডিডাসের মতো সুপ্রতিষ্ঠিত সংস্থার জার্সির মালিকানা লাভের জন্য ফ্যানরা আগ্রহী হবেন। বিশ্বের বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে অ্যাডিডাসের সম্পর্ক রয়েছে। তারা বেশ কিছু শীর্ষমানের জাতীয় ফুটবল দলের সাথে যুক্ত যেমন – ফিফা বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা, ইটালি, স্পেন, জার্মানি। এছাড়া তারা শীর্ষ ইউরোপীয় ফুটবল ক্লাব আর্সেনাল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, লিয়োঁ, রিয়াল মাদ্রিদেরও স্পনসর।
The post ভারতীয় দলের নতুন কিট স্পনসর হওয়ার হওয়ার দৌড়ে এগিয়ে অ্যাডিডাস appeared first on CricTracker Bengali.