BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতীয় দলের টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে চিন্তিত নন সুনীল গাভাসকর

ভারতীয় দলের টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে চিন্তিত নন সুনীল গাভাসকর

#image_title

Sunil Gavaskar and Rohit Sharma. (Photo Source: Getty Images)

পাকিস্তানের বিরুদ্ধেপ্রথম ম্যাচের পর থেকেই ভারতীয় দলের টপ অর্ডারের পারফরম্যান্স নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছে। বিরাটকোহলি,রোহিত শর্া এবং শুভমন গিলের খেলা নিয়ে চলছে চুলচেডা বিশ্লেষণ। সেই জায়গাতেই এবার ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডারের পাশেই দাঁড়াচ্ছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার রোহিত সুনীল গাভাসকর। তাঁর মতে ভারতীয় দলের টপ অর্ডারের এমন ব্যর্থতা নিয়ে ভয়ের কিছু নেই। ক্রি্কেটের মঞ্চে এমনটা হতে পারে বলেই নে করছেন তিনি। বরং  ভারতে মিডল অর্ডারের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত সুনীল গাভাসকর।

পাকিস্তানেরকক বিরুদ্ধে ভারতীয় দলের টপ অর্ডার এই ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। রোহিত, র্মা থেকে বিরাট কোহলি এবং শুভমন গিলরা চূড়ান্ত ব্যর্ছ হয়েই সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেই থেকেই নানান কথাবার্তা শুরু হয়েছিল। টপ  অর্ডারের ব্যর্থতার ফলে একসময় ৬৬ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে কার্যত চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই সময় থেকেই ভারতীয় দলকে সামাল দিয়েছিলেন তরুণ ক্রিকেটার ঈশান কিষাণ এবং তাঁর সঙ্গে ছিলেন হার্দিক পান্ডিয়া।

৬৬ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল

পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অঘধিনায়ক রোহিত শর্মা। শাহিন আফ্রিদির দাপটে ভারকতীয় দলের টপ অর্ডারের  তারকা ক্রিকেটাররা সাজঘরের রাস্তায় ফিরে গিয়েছিলেন। মাত্র ১১ রানে শুরুতেই শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা। বিরাট কোহলিও ক্রিজে বেশীক্ষণ দাঁড়াতে পারেননি। মাত্র ৪ রানে থামতে হয়েছিল তাঁকে। শুভমন গিলওএদিন বড় রান করতে পারেননি।  পরে ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া পরিস্থিতি সামাল দিলেও, ভারতীয় দলের টপ অর্ডারের পারফরম্যান্স নিয়ে কথা থামছে না।

এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “আমার মনে হয় না এটানিয়ে খুব একটা ভানার কিছু রয়েছে। তাদের রেকর্ডের দিকে তাকালেই বোঝা যায় সবকিছু। বিরাটকোহলির ১০ হাজারেরও বেশী রান রয়েছেষ রোহিত শর্মার রান রয়েছে ৯০০০ এরও বেশী। শুভমন গিলও নিজের পারফরম্যান্স দেখিয়েছেন। যদি রোহি্ত শর্মা এবং বিরাট কোহলির মতো ক্রিকেটাররা পারফরম্যান্স দেখাতে না পারেন, সেখানে আমাদের দলে রয়েছে পাঁচ নম্বর ও ছয় নম্বর ক্রিকেটাররা। যারা আমাদের দলকে ২৬০ রান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আমাদের ভাবনার কিছুই নেই। ক্রিকেটের মঞ্চে এমন দিন আসতেই পারে। এমন একটা দিন আসবে যেদিন আমাদের বোলাররাও দুরন্ত পারফরম্যান্স দেখাবেন”।

The post ভারতীয় দলের টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে চিন্তিত নন সুনীল গাভাসকর appeared first on CricTracker Bengali.

Exit mobile version