BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতীয় দলের কোন পজিশনে ঈশান কিষাণকে খেলানো হবে তা নিয়েই জল্পনা তুঙ্গে

#image_title

Ishan Kishan. (Photo Source: Twitter)

এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ভারতীয় দলের হয়ে নামতে পারবেন না লোকেশ রাহুল। শনিবার পাকিস্তানের বিরুদ্ধেব নামতে চলেছে টিম ইন্ডিয়া।সেই ম্যাচ ঘিরে এখন তেকেই উত্তেোজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। শেষপর্যন্ত রোহিত শর্মা নাকি বাবর আজমের মুখে হাসি ফোটে তা তো সময়ই বলবে। এখন সেই নিয়েনানান হিসাব নিকাশষ শুরু হয়ে গিয়েছে। বি্শেষ করে  লোকেশ রাহুলের পরিবর্তে কে খেলবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। ভারতীয় দলের হয়ে এই ম্যাচেপ্রথম উইকেট কিপার হিসাবে ঈশান কিষাণকেই খেলানো হতে পারে।

লোকেশ রাহুলের না খেলাটা যে ভারতীয় শিবিরে খানিকটা হলেও চিন্তার ভাঁজফেলেছেতা বলার অপেক্ষা রাখে না। সব কিছু ঠিকঠাক চললে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে উইকেট কিপার ব্যাটার হি্সাবে খেলার ক্ষেত্রে এগিয়েরয়েছেন ঈশান কিষাণই। কি্ন্তু কোন পজিশনে ঈশান কিষাণকে খেলানো হবে তা নিয়েই নানান হিসাব নিকাশ চলছে। কারণ লোকেশ রাহুল ভারতীয় দলের হয়ে সম্প্রতি পাঁচ নম্বরেই ব্যাটিং করতে নামতেন। চার ও পাঁচ নম্বরে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারই ছিল ভারতীয় দলের ভরসা।

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মিডল অর্ডারে খেলেছিলেন ঈশান কিষাণ

লোকেশ রাহুলের অনুপস্থিতিতে শ্রেয়স আইয়ারকেই দেখা যাবে তার নম্বর পজিশনে ব্যাটিং করতে। কিন্তু ঈশান কিষাণ কে কী পাঁচ নম্বরে রাখা হবে তা নিয়েই নানান প্রশ্ন উঠতে দেখা গিয়েছে। কারণ এই পজিশনে কখনোই ভারতীয় দলের হয়ে খেলেননি। বেশীরভাগ সময়ই ওপেনিংয়েই খেলতে দেখো গিয়েছে এই তারকা ক্রিকেটারকে। বাংলাদেশের হয়ে তাঁর দ্বিশতরানের ইনিংসও এসেছিল সেই পজিশনে ব্যাটিং করেই। কিন্তু ভারতীয় দলের ওপেনিং পজিশনে রোহিত শর্মার সঙ্গে রয়েছেন শুভমন গিল। পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে সেই জায়গায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট খুব একটা বেশী পরীক্ষা নীরিক্ষা করবে না বলেই মনে করছেন সকলে।

অন্যদিকে ঈশান কিষাণ নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে মিডল অর্ডারেই খেলেছিলেন। শুভমন গিলকে কিন্তু ওপেনিংয়েই দেখা গিয়েছিল। এমনকী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ওডিআই সিরিজে শুবমন গিলকেই দেখা গিয়েছিল ওপেনিং পজিশনে। অর্থাত্ ঈশান কিষাণ যদি খেলেন তাঁকে পাকিস্তানের বিরুদ্ধেও  হয়ত মিডল অর্ডারেই খেলানো হতে পারে।

তবে কোন পজিশনে খেলানো হবে তা এখনই স্পষ্ট নয়। চার নম্বরে মনে করা হচ্ছে শ্রেয়স আইয়ারকেই এগিয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট। এখন শুধুই ম্যাচ শুরুর অপেক্ষায় সকলে।

The post ভারতীয় দলের কোন পজিশনে ঈশান কিষাণকে খেলানো হবে তা নিয়েই জল্পনা তুঙ্গে appeared first on CricTracker Bengali.

Exit mobile version