BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতীয় টেস্ট দলে অজিঙ্ক রাহানেকে ফেরানোর সিদ্ধান্তকে ১০০ শতাংশ সঠিক মনে করেন হরভজন সিং

 ভারতীয় টেস্ট দলে অজিঙ্ক রাহানেকে ফেরানোর সিদ্ধান্তকে ১০০ শতাংশ সঠিক মনে করেন হরভজন সিং

#image_title

Ajinkya Rahane. (Photo by Daniel Pockett/Getty Images)

গতবার ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি। সেবার নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তারা। ফের অএকবার বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপের ফাইনালে পৌঁছেছে ভারতীয় দল। সেখানে  টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলি্য়া। গত মঙ্গলবারই সেই দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। সেখানেই ফের ভারতীয়দলে জায়গা করে নিয়েছেন  অজিঙ্ক রাহানে। সেই সিদ্ধান্ত দেখার পরই ভারতীয় দলের নির্বাচকদের সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তেকে বিশেষজ্ঞরা। প্রায় দেড়বছর পর ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন েহয়েছে অজিঙ্ক রাহানের।

এবার অজিঙ্ক রাহানের ভারতীয় দলে ফের ডাক পাওয়ার  ঘটনা  নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। অজিঙ্ক রাহানেকে ভারতীয় দলে ফেরানোর সিদ্ধান্তকে এসশো শতাংশ সঠিক বলেই মনে করছেন প্রাক্তন ক্রিরকেটার হরভজন সিং। আইপিএলের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  একদিনের সিরিজ নামার আগেই চোট পেয়েছিলেন ভারকীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। আর সেই চোটের জেরে এবারের আইপিএলের পাশাপাসি বিশ্ব টেস্ট চ্যাম্পি.নশিপের ফাইনাল থেকেও ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার।

প্রায় দেড় বছর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন অজিঙ্ক রাহানে

আর সেই জায়গাতেই অজিঙ্ক রাহানের মতো ক্রিকেটারের দলে আসা যে ভারতীয় দলকে যথেষ্ট শক্তিশালী করবে তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন অজিঙ্ক রাহানে। ২০২১ সালের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিকরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেই চূড়ান্ত ব্যর্থ েহয়েছিলেন অজিঙ্ক রাহানে। এরপরই ভারতীয় দলের বাইরে গিয়েছিলেন তিনি। ২০২২ সালে ভারতীয় টেস্ট দলে আর দেখা যায়নি েই তরকা ক্রিকেটারকে। রঞ্জি ট্রফিতেই নেমেছিলেন নিজেকে প্রমাণ করার লক্ষ্যে। সেখানেও কিন্তু এবার অজিঙ্ক রাহানের ব্যাটে ছিল রানের ঝলক।

অবশেষে ভারতীয় টেস্ট দলে ফের জায়গা করে নিয়েছেন তিনি। সেই প্রসঙ্গেই হরভজন সিং জানিয়েছেন, “দলে শ্রেয়স আইয়ার নেই, তাংর অনুপস্থিতিই অজিঙ্ক রাহানের সামনে একটা বড় সুযোগ এনে দিয়েছে। বড় ম্যাচেই নামতে চলেছেন তিনি। তিনি েকজন বড় মাপের ক্রিকেটার। সেজন্যই তাঁর এই নির্বাচনের সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা বোঝানোর জন্য তেমনই বড় পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবেন তিনি। তাঁর দলে নির্বাচনের সিদ্ধান্তকে আমি ১০০ শতাংশ সমর্থন করি এবং মনে করি যে এই সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। এটা ছাড়া অন্য কোনও পথও ছিল না”।

এবারের আইপিএলেও দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন অজিঙ্ক রাহানে।  গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছিলেন সকলে। শেষ ম্য়াচে ২৯ বলে ৭১ রানের ইনিংস খেলেছিলেন রাহানে। ভারতীয় ক্রিকেট মহল জুড়ে এখন শুধুই তাঁর প্রশংসা চলছে।

The post ভারতীয় টেস্ট দলে অজিঙ্ক রাহানেকে ফেরানোর সিদ্ধান্তকে ১০০ শতাংশ সঠিক মনে করেন হরভজন সিং appeared first on CricTracker Bengali.

Exit mobile version