Kapil Dev. (Photo by Simon Hofmann/Getty Images for Laureus)
ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কেকটা মাস বাকি রয়েছে। হাতে যে খুব একটা সময় রয়েছে একেবারেই তা নয়। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের ঘরের মাঠে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই সেষপর্য।ন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে সেই মঞ্চে নামার আগে ভারতীয় দলের লম্বা চোট আঘাতের তালিকা নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অদিনায়ক কপিল দেব। কার্যত এমন পরিস্তিতিতে ক্রিকেটারদের পাসাপাসি ভারতীয় ক্রিকেট বোর্ডকেও দুষতে ছাড়েননি তিনি।
ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় দল কী হবে তা নিয়ে এখন থেকেই নানান হিসাব নিকাশ শুরি হয়ে গিয়েছে। ভারতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই মুহূরিতে চোটের জন্য মাঠের বাইরেই রয়েছেন। জসপ্রীত বুমরাহ গতবছর সেপ্টেম্বর মাস থেকে মাঠের বাইরে রয়েছেন। কোমড়ে সস্যা রয়েছে তাঁর। যদিও শোনাযাচ্ছে যে আসন্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ফিরতে পারেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। চোট সারিয়ে এখন নাকি এনেকটাই সুস্থ রয়েছেন জসপ্রীত বুমরাহ।
চোট পেয়ে ভারতীয় দলের বইরে রয়েছঠেন লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাদের মতো ক্রিকেটাররা
যদিও তিনি একাই নন, আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও এই মুহূর্তে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। জসপ্রীত বুমরার পাশাপাশি এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন লোকেশ রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়সআইয়ারদের মতো কতারকা ক্রিকেটাররা। তারা চোটসারিয়েকূবে মাঠে ফিরবেন তনিয়েএখনও পর্।ন্ত কোনও নিশ্চয়তা নেই। সেই প্রসঙ্গেউ এবার মুখ খুলেছেন প্রাক্তন বিস্বকাপ জয়ী অধিনায়ক। ক্রিকেটারদের আইপিএলে চোট লুকিয়ে খেলার পাশাপাশি বোর্ডের ভূমিকা নিয়েও েবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।
এই প্রসঙ্গে কপিল দেব জানিেয়েছেন, “ভগবান সবসময়ই দয়ালু। এমনটা কখনোই হয়নি যে আমি চোট পাইনি। কিন্তু সাম্প্রতিককালে ক্রিকেটাররা ১০ মাস ক্রিকেট খেলছেন। সেখানে সকলের দিকেই নজর রাখা উচিত্। আইপিএল সবসময়ই একটা বড় প্রতিযোগিতা। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে তা ক্রিকেটারদের কেরি্য়ারে সমস্যাও ডেকে আনতে পারে। কারণ চোট খাটো চোট থাকলে তা নিয়ে ক্রিকেটাররা আইপিএলের মঞ্চে খেলছেন। কিন্তু এমন চোট থাকলে তারা কখনোই ভারতীয় দলের হয়ে খেলছেন না। এই প্রসঙ্গে আমি একেবারেই সোজাসাপ্টা”।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দল খেলতে নামবে ৮ অক্টোবর। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ঘরের মাঠে এবার বিশ্বকাপের ম়্চে বারতীয় দল সাফল্য পায় কিনা সেটাই দেখার অপেক্ষাতে সকলে।
The post ভারতীয় ক্রিকেটারদের চোট আঘাতের সমস্যা নিয়ে এবার মুখ খুললেন কপিল দেব appeared first on CricTracker Bengali.