Virat Kohli. ( Image Source: Twitter )
ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই সেমিফাইনালের ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। গতবার এই নিউ জিল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। সেই ভুল সুধরেই এবার ভারতের সামনে রয়েছে প্রতিশোধের সুযোগ। সেই লক্ষ্যেই সোমবার মুম্বই পৌঁছল টিম ইন্ডিয়া। তবে এদিনও ভারতীয় দলের সঙ্গে মুমন্বই গেলেন বিরাট কোহলি। পরিবারের সঙ্গে আলাদাই মুম্বই পৌঁছলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে পরিবারের সঙ্গেই খানিক্ষণ সময় কাটাতে চান তিনি।
শেষ ম্যাচে বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানেই ভারতী. দলের সঙ্গে যাননি তিনি। একাই আলাদাভাবে বেঙ্গালুরু পৌঁছেছিলেন বিরাট কোহলি। এবার মুম্বইয়েও আলাদাই গেলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। রোহিত শর্মাদের পৌঁছনোর আগেই পৌঁছলেন তিনি। পরিবারের সঙ্গে খানিকটা বাড়তি সময় কাটাবে বলেই বোধহয় আলাদাভাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে যে তাঁর দিকেই তাকিয়ে রয়েছেন সকলে তা বলার অপেক্ষা রাখে না।
চলতি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি
এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফরেমে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। চলতি বিশ্বকাপের ম়্চে একের পর এক রেকর্ড ভেঙেছেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে তাঁর ব্যাটে দেখা গিয়েছে বড় রানের ঝলক। বেশীরভাগ ম্যাচেই ভারতীয় দলের জয়ের পিছনে প্রধান কারিগড়ের ভূমিকা পালন করেছিলেন তিনি। সেমিফাইনালেও যে বিরাট কোহলিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে নামতে চলেছে টিম ইন্ডিয়া।
এই মুহূর্তে বিশ্বকাপের ম়্চে ভারতীয়. দলের হয়ে স,র্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। শুধুমাত্র তাই নয় সচিন তেন্ডুলকরের সেঞ্চুরীর রেতকর্ড ভাঙার হাতছানিও রয়েছে তাঁর সামনে। একইসঙ্গে বিরাট কোহলিই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এবারের বিশ্বকাপে ৫০০ রানের গন্ডী টপকেছিলেন। সব মিলিয়ে বিরাট কোহলিকে ঘিরে এখন থেকেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।
গতবার নিউ জিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এবার ঘরের মাঠে সেই প্রতিশোধ নেওয়ারই সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। সেখানেও ফের একবার বিরাট কোহলির ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যায় কিনা তারই অপেক্ষায় রয়েছেন সকলে।
The post ভাতীয় দলের আগেই মুম্বই পৌঁছলেন বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.