Skip to main content

সর্বশেষ সংবাদ

বেন স্টোকসের অবসর ভেঙে ফিরে আসা নিয়ে মুখ খুললেন জস বাটলার

Ben Stokes. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

২০২২ সালে হঠাত্ই ওডিআই ক্রিকেট থেকে বেন স্টোকসের অবসর নেওয়ার সিদ্ধান্ত সকলকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। অবশেষে বিশ্বকাপের আগেই ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফিরিয়েছেন বেন স্টোকস। ব্রিটিশ অদিনায়কের জাকে সারা দিয়ে সেষপর্।ন্ত নিজের অবসর ভাঙার সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন তিনি। এবারের বিশ্বকাপে দেখা যাবে  ইংল্যান্ডের েই তারকা ক্রিকেটারকে। সেই বেন স্টোকসকে ফেরানো নিয়েই এবার মুখ খুললেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। কেমনভাবে সেই সিদ্ধান্ত বেন স্টোকস নিয়েছিলেন সেটাই জানালেন তিনি।

আগামী ৫ অক্টবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই  প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ব্রিটিশ বাহিনী। সেই দলেই খেলবেন বেন স্টোকসও। তাঁকে নিয়ে অএখন থেকেই উচ্ছ্বসিত জসবাটলার সহ ব্রিটিস শিবির। কিন্তু বেন স্টোকসের ফেরার ইচ্ছা না থাকলে কোনওকিছুই যে সম্ভব হত না সেই কথা জানাতে দ্বিধা করেননি জস বাটলার। তাঁর মতে বেন স্টোকস তাঁর নিজের ইচ্ছা চাড়া কোনও তাজই করেনন না। অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্তটাও ছিল একান্তই তাঁর।

২০২২ সালে ওডিআই থেকে অবসর নিয়েছিলেন বেন স্টোকস

দলের তরফলথেকে কোনওরকম জোরপ যে তাঁকে দেওয়া হয়নি সেই কথাও বলতে দ্বিধা করেননি ইংল্যান্ডের অদিনায়র জস বাটলার। তাঁর মতে বেন স্টোকসকে ফেরার জন্য তাঁর তরফ থেকে একটা বার্তাই দেওয়া হয়েছিল। এরপরই বেন স্টোকস দেশের জন্য বিশ্বকাপে খে্লার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটাই হয়েছে শেষপর্যন্ত। আসন্ন সিরিজে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই নামতে চলেছে ইংল্যান্ড। সেখানেও বেন স্টোকসকে শিবিরে রেখেই দল ঘোষণা করেছে ব্রিটিশ টিম ম্যানেজমেন্ট। এখন সুধুই তাঁর মাঠে নামার অপেক্ষা।

এই প্রসঙ্গে জস বাটলার জানিয়েছেন, “বেন স্টোকস সবসময়ই তাঁর নিজের ছন্দে থাকেন। নিজের ক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত তিনি নিজেই নেন। তাঁর সঙ্গে দীর্ঘ সময় আমি খেলেছি। বেন স্টোকস আমার খুব একজন বন্ধু। ব্যাপারটা একেবারেই তেমন নয় যে তাঁকে বারবার বলেছি তুমি ফিরে এস। বেন স্টোকসের সঙ্গে এমনটা কখনোই করা সম্ভব নয়। তিনি সবসময়ই নিজেই সমস্ত কিছু ঠিক করেন এবং নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকেন”।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন তিনি। গতবারের বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। এবার ভারতের ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চেও তাঁকে নিয়ে ইংল্যান্ড উচ্ছ্বসিত রয়েছে। শেষপর্যন্ত সেই অবসরের সিদ্ধান্ত ভেঙেদলে ফিরেছেন বেন স্টোকস।

The post বেন স্টোকসের অবসর ভেঙে ফিরে আসা নিয়ে মুখ খুললেন জস বাটলার appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...