২০২২ সালে হঠাত্ই ওডিআই ক্রিকেট থেকে বেন স্টোকসের অবসর নেওয়ার সিদ্ধান্ত সকলকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। অবশেষে বিশ্বকাপের আগেই ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফিরিয়েছেন বেন স্টোকস। ব্রিটিশ অদিনায়কের জাকে সারা দিয়ে সেষপর্।ন্ত নিজের অবসর ভাঙার সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন তিনি। এবারের বিশ্বকাপে দেখা যাবে ইংল্যান্ডের েই তারকা ক্রিকেটারকে। সেই বেন স্টোকসকে ফেরানো নিয়েই এবার মুখ খুললেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। কেমনভাবে সেই সিদ্ধান্ত বেন স্টোকস নিয়েছিলেন সেটাই জানালেন তিনি।
আগামী ৫ অক্টবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ব্রিটিশ বাহিনী। সেই দলেই খেলবেন বেন স্টোকসও। তাঁকে নিয়ে অএখন থেকেই উচ্ছ্বসিত জসবাটলার সহ ব্রিটিস শিবির। কিন্তু বেন স্টোকসের ফেরার ইচ্ছা না থাকলে কোনওকিছুই যে সম্ভব হত না সেই কথা জানাতে দ্বিধা করেননি জস বাটলার। তাঁর মতে বেন স্টোকস তাঁর নিজের ইচ্ছা চাড়া কোনও তাজই করেনন না। অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্তটাও ছিল একান্তই তাঁর।
২০২২ সালে ওডিআই থেকে অবসর নিয়েছিলেন বেন স্টোকস
দলের তরফলথেকে কোনওরকম জোরপ যে তাঁকে দেওয়া হয়নি সেই কথাও বলতে দ্বিধা করেননি ইংল্যান্ডের অদিনায়র জস বাটলার। তাঁর মতে বেন স্টোকসকে ফেরার জন্য তাঁর তরফ থেকে একটা বার্তাই দেওয়া হয়েছিল। এরপরই বেন স্টোকস দেশের জন্য বিশ্বকাপে খে্লার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটাই হয়েছে শেষপর্যন্ত। আসন্ন সিরিজে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই নামতে চলেছে ইংল্যান্ড। সেখানেও বেন স্টোকসকে শিবিরে রেখেই দল ঘোষণা করেছে ব্রিটিশ টিম ম্যানেজমেন্ট। এখন সুধুই তাঁর মাঠে নামার অপেক্ষা।
এই প্রসঙ্গে জস বাটলার জানিয়েছেন, “বেন স্টোকস সবসময়ই তাঁর নিজের ছন্দে থাকেন। নিজের ক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত তিনি নিজেই নেন। তাঁর সঙ্গে দীর্ঘ সময় আমি খেলেছি। বেন স্টোকস আমার খুব একজন বন্ধু। ব্যাপারটা একেবারেই তেমন নয় যে তাঁকে বারবার বলেছি তুমি ফিরে এস। বেন স্টোকসের সঙ্গে এমনটা কখনোই করা সম্ভব নয়। তিনি সবসময়ই নিজেই সমস্ত কিছু ঠিক করেন এবং নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকেন”।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন তিনি। গতবারের বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। এবার ভারতের ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চেও তাঁকে নিয়ে ইংল্যান্ড উচ্ছ্বসিত রয়েছে। শেষপর্যন্ত সেই অবসরের সিদ্ধান্ত ভেঙেদলে ফিরেছেন বেন স্টোকস।
The post বেন স্টোকসের অবসর ভেঙে ফিরে আসা নিয়ে মুখ খুললেন জস বাটলার appeared first on CricTracker Bengali.