Madan Lal. (Photo Source: Twitter)
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদন লাল বুমরাহকে নিয়ে একপ্রকার কাঠখোট্টা মন্তব্যই করেছেন। তবে তিনি সদ্য পিতৃহারা অন্যতম অভিজ্ঞ ভারতীয় পেসার উমেশ যাদবকে সমর্থন করেছেন। তিনি ধরে নিয়েছেন যে ভারতীয় দল ডাব্লুউটিসির ফাইনালে খেলবে এবং সেই দলে তিনি অবশ্যই উমেশ যাদবকে দেখতে চান।
বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভারতের স্পিডস্টার জাসপ্রিত বুমরাহকে আমরা ২০২৩ সালের প্রায় অর্ধেক সময়টাই মাঠের বাইরে কাটাতে দেখবো। তবে ভারতীয় দল এবং তার সমর্থকরা অবশ্যই চাইবেন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুউটিসি) ফাইনালে খেলার যোগ্যতা ভারত অর্জন করতে পারলে অবশ্যই সেই দলে বুমরাহ যেন থাকেন।
বুমরাহ ইতিমধ্যেই নিউজিল্যান্ডে পৌঁছে গেছেন অস্ত্রোপচারের জন্য। তিনি পিঠের চোটের কারণে অনেকদিন ধরেই ভুগছেন। যার কারণে এই ভারতীয় পেসারকে বহুদিন জার্সি গায়ে মাঠে দেখা যায়না। এদিকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদন লাল বলেছেন বুমরাহকে সমীকরণের বাইরে রাখার কথা। তিনি জাসপ্রিত বুমরাহের উপযুক্ত বদলি হিসেবে উমেশ যাদবকেই দেখছেন।
ডাব্লুউটিসির ফাইনালের আগে বুমরাহের দলে ফেরার ব্যাপারে অনিশ্চিত মদন লাল
স্পোর্টস তককে মদন জানিয়েছেন, “তারা উমেশকেই ডাব্লুউটিসি ফাইনালে নিয়ে যাবে। সেখানে তাদের তিনজন পেসারের দরকার পড়বে, মাত্র একজন স্পিনার খেলতে পারে এবং বাকি ফাস্ট বোলার থাকবে। বুমরাহকে এবার ভুলে যান। তাকে এখন সমীকরণের বাইরেই রাখুন। বুমরাহ যখন ফিরবে, তখন দেখা যাবে। আপনি যাই করুন না কেন, কোনো নিশ্চয়তা আছে কি? তিনি কবে দলে ফিরবেন কোনো ঠিক নেই, হয়তো ১ বছর কিংবা ১.৫ বছরের মধ্যে। তিনি অনেকদিন ধরেই খেলতে পারছেন না। এর মানে তার চোট খুবই গুরুতর।”
তিনি আরোও বলেন যে, “একটি চোট সারতে সর্বোচ্চ তিনমাস সময় লাগে কিন্তু বুমরাহ সেপ্টেম্বর মাস থেকে খেলেননি। এমনকি হার্দিক পান্ডিয়াও পিঠের অস্ত্রোপচারের পরে ৪ মাসে দলে ফিরে আসতে সক্ষম হয়েছিল। কিন্তু বুমরাহ ৬ মাস ধরে মাঠের বাইরে। তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে বুমরাহকে আমরা একইরূপে দেখবো যা আমরা দেখে এসেছি। তার জন্য সময় লাগবে। আপনি যদি একই বুমরাহকে দেখতে চান তাহলে আপনাকে সময় দিতেই হবে।”
আপাতত বুমরাহ কবে দলে ফিরবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। তাই ভারত ডাব্লুউটিসির ফাইনালে গেলেও দলে বুমরাহের নাম থাকবে কিনা সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই।
The post “বুমরাহকে এবার ভুলে যান”- ভারতের অন্যতম সেরা বোলারকে নিয়ে স্পষ্টবাদী মন্তব্য মদন লালের appeared first on CricTracker Bengali.