Suryakumar Yadav. (Photo Source: Twitter)
মঙ্গলবারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষমা করেছে বিসিসিআই। সেখানেই ভারতীয় দলে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন তারকা ক্রিকেটার অজিঙ্ক রাহানে। প্রায়দেড় বছর পর তাঁকে ভারতীয় টেস্ট দলে দেখে অবশ্যই খুশি হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। সেইসঙ্গে আপও একটা সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে ভারতীয় দল। সেখানেই সূর্যকুমার যাদবকে রাখা হয়নি। সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেনব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
আইপিএলের আগেই ঘরের মাঠে ্স্ট্রেলিয়ার বিরুদ্দে টেস্ট সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেই টেস্ট সিরিজ জিতেওছে টিম ইন্ডিয়া। সেখানেই একটি মাত্র টেস্টেই সুযোগ দেওয়া হয়েছিল সূর্যকুমার যাদবকে। যদিও সেই ম্যাচে ব্যর্ত হয়েই ফিরতে হয়েছিল বারতীয় দলের েই তারকা ক্রিকেটারকে। এরপর তেকেই আর ভারতীয় টেস্টে দলে দেখা য়ানি সূর্যকুমার যাদবকে। সেই জায়গাতে স্রেয়স আইয়ারকেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও শেষপর্যন্ত তেমন বড় রান করতে পারেননি তিনি।
মঙ্গলবারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করেছে বিসিসিআই
আঅইপিএল চলার মাঝেই এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলেই দীর্ঘদিন পর ফিরেছেন তারকা ক্রিকেটার অজিঙ্ক রাহানে। এবারের আইপিএলে তিনি অসাধারণ পারফরম্যান্সও দেখাচ্ছেন। সেইসঙ্গে ঘয়োরা ক্রিকেটেও দুরন্ত পারপর্মযান্স দেখিয়েছেন তিনি। সেই সমস্ত কিছু বিচার করেই অজিঙ্ক রাহানেকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সূর্যকুমার যাদবকে সুযোগ না দেওতেই হতবাক প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে কেন একটি ম্যাচ খেলিয়ে সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হল না। বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত যেন মেনে নিতে পারছেন না তিনি।
এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, “অজিঙ্ক রাহানের জন্য আমি অবশ্যই খুশি। কিন্তু বুঝতে পারলাম না কোন মাপকাঠিতে সূর্যকুমার যাদবের দলে নিযুক্তি ও বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁকে বারতীয় দলের জন্য নিরপ্বাচনই বা কেন করা হল আবার দলে যখন নেওয়াই হল সেইক্ষেত্রে একটি ম্যাচ খেলে কেন বসিয়েও দেওয়া হল”।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল এবার ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর সঙ্গে দ্বিতীবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফািনালের রাস্তাও পাকা করে ফেলেছিল ভারতীয় দল। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতীয় দলের সামনে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল শেষরক্ষা করতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে সূর্যকুমার যাদবকে না রাখার নিয়ে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.