Team India (Photo Source: BCCI)
৭ই জুন, ২০২৩ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডাব্লিউটিসি)-এর ফাইনাল আয়োজিত হবে। তার আগে ২৫শে এপ্রিল, মঙ্গলবার, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভারতীয় দল ঘোষণা করেছে। চলমান আইপিএল ২০২৩ শেষ হওয়ার পরে ১৫ সদস্যের স্কোয়াড ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। লন্ডনের দ্য ওভালে আয়োজিত ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। সম্প্রতি ফেব্রুয়ারি-মার্চে আয়োজিত বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত চার ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল।
প্রত্যাশামতোই রোহিত শর্মা দলের নেতৃত্ব দেবেন। এ ছাড়া টেস্ট দলের নিয়মিত সদস্য শুবমান গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাও আছেন স্কোয়াডে। একমাত্র উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন কেএস ভরত। উল্লেখ্য, এক বছরেরও বেশী সময় ধরে টেস্ট দলের বাইরে থাকা আজিঙ্ক্যা রাহানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে জাতীয় দলে ফিরে এসেছেন। ২০২২-এর জানুয়ারিতে শেষবার ভারতের হয়ে টেস্ট খেলা রাহানে আইপিএল ২০২৩-এর দুর্দান্ত ফর্মে রয়েছেন।
আইপিএলে সুযোগ না পাওয়ার ফলে চেতেশ্বর পূজারা এখন সাসেক্সের হয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন। সাসেক্সের অধিনায়কত্ব করা পূজারা ইতোমধ্যে একটি সেঞ্চুরিও করেছেন এবং ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে ধাতস্থ হয়ে থাকায় আসন্ন ফাইনালের স্কোয়াডে পূজারার উপস্থিতি গুরুত্বপূর্ণ হবে। কেএল রাহুলের ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকলেও, তাঁকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক বর্ডার-গাভাস্কার ট্রফিতে একটিও ম্যাচ না খেলা জয়দেব উনাদকাট ও শার্দূল ঠাকুর স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এবং বোলিং ছাড়াও তাঁদের ব্যাটিং দক্ষতার কারণে ফাইনালে এই দুজনের মধ্যে অন্তত একজনকে একাদশে দেখা যাবে। বাকী পেসারদের মধ্যে রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব। স্পিনারদের দাপট থাকা বর্ডার-গাভাস্কার ট্রফিতে শামি ছিলেন পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী।
স্পিনার হিসেবে প্রত্যাশিতভাবেই রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা রয়েছেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাটিংয়ে অসামান্য পারফর্ম করা তৃতীয় স্পিনার অক্ষর প্যাটেল ডাব্লিউটিসি ফাইনালের স্কোয়াডে সুযোগ পেয়েছেন।
ডাব্লিউটিসি ফাইনালের জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্ক্যা রাহানে, কেএল রাহুল, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
🚨 NEWS 🚨#TeamIndia squad for ICC World Test Championship 2023 Final announced.
Details 🔽 #WTC23 https://t.co/sz7F5ByfiU pic.twitter.com/KIcH530rOL
— BCCI (@BCCI) April 25, 2023
The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনালের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই appeared first on CricTracker Bengali.