BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০০০ রানের মাইলস্টোন বিরাট কোহলির

 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০০০ রানের মাইলস্টোন বিরাট কোহলির

#image_title

Virat Kohli. ( Image Source: Gareth Copley-ICC via Getty Images )

প্রথম ইনিংসে  অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। মাত্র ১৪ রান করে মিচেল স্টার্কের বিরুদ্ধে ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে যেতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। তবে দ্বিতীয় ইনিংসে সেই বিরাট কোহলির দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য ভারতের দরকার ৪৪৪ রান। সেখানেই অজিঙ্ক রাহানেকে নিয়ে লড়াইটা চালাচ্ছেন বিরাট কোহলি। সেই লড়াইয়ের মাঝেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক বিশেষ নজির গড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হি্সাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সমস্ত ফর্ম্যাট মিলিয়ে ৫০০০ রান সম্পূর্ণ করলেন বিরাট কোহলি।  আর তাতেই আপ্লুত সকলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে চতুর্থ দিন ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় ৪০ তম ওভারেই ন্যাথান লিয়নের ওভারে সেই নয়া নজির গড়েন বিরাট কোহলি। দুরন্ত বাউন্ডারি মেরেই কেরিয়ারের অন্যতম এই মাইলস্টোন গড়েন তিনি। আর তাতে যে সকলেই আপ্লুত হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেোস্টের মঞ্চে ২০০০ রানও সম্পূর্ণ করেছেন বিরাট কোহলি

এর আগে একমাত্র সচিন তেন্ডুলকরেরই এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেইসঙ্গে সচিন তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে ২০টি সেঞ্চুরীও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে অবশ্য বিরাট কোহলি পারেননি বডড় রান করতে।  তবে দ্বিতীয় ইনিংসে সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার ঘুরে দঁড়ানোর লড়াই শুরু হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। সেখানেই বিরাট কোহলি অপরাজিত রয়েছেন ৪৪ রনে। অজিঙ্ক রাহানে ক্রিজে রয়েছে ২০ রানে। সেই ৪৪ রান করার মাঝেই একাধিক রেকর্ড এদিন গড়ে ফেলেছেন বিরাট কোহলি। সব ফর্ম্যাট মিলিয়ে যেমন সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছেন তিনি।

তেমনই টেস্টের মঞ্চেও এক নয়া নজির গড়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। টেস্টের মঞ্চে পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ রানের মাইলস্টোনও সম্পূর্ণ করেছেন বিরাট কোহলি। তাঁর আগে এই রেকর্ড গড়েছেন সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিডের মতো ক্রিকেটাররা। এবার সেই তালিকায় নাম তুললেন বিরাট কোহলিও। পঞ্চম দিন জয়ের জন্য ভারতীয় দলের প্রয়োজন রয়েছে ২৮০ রান। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। ক্রমশই যে প্রত্যশার পারদটা চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।

এই অস্ট্রেলি্য়ার বিরুদ্ধে বিরাট কোহলির দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে যে বিরাট কোহলিই এখন গোটা ভারতের প্রধান ভরসা তা বলার অপেক্ষা রাখে না।  দিনের শেষে ৪৪ রানে ক্রিজে রয়েছেন তিনি। ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতিয়ে ভারতীয়দলের নায়ক তিনি হয়ে উঠতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০০০ রানের মাইলস্টোন বিরাট কোহলির appeared first on CricTracker Bengali.

Exit mobile version