Steve Smith, ( Photo Source: Disney+Hotstar )
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে দ্বিতীয় ব্যাটার হিসেবে শতরান করেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ খেলোয়াড় স্টিভ স্মিথ। তিনি ২৬৮ বলে ১২১ রান করে আউট হন। এই দুরন্ত শতরানটি করার মাধ্যমে তিনি অনেকগুলি নতুন রেকর্ড গড়েছেন।
ট্র্যাভিস হেডের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ডব্লুটিসির ফাইনালে শতরান করার রেকর্ড গড়ার পাশাপাশি ইংল্যান্ডে সফরকারী খেলোয়াড় হিসেবে সবথেকে বেশি টেস্ট শতরান করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন স্টিভ স্মিথ। ইংল্যান্ডের মাটিতে এটি ছিল তার সপ্তম টেস্ট শতরান। তার সমানে রয়েছেন স্টিভ ওয়াহ। ইংল্যান্ডের মাটিতে রাহুল দ্রাবিড়ের ৬টি টেস্ট শতরান রয়েছে। ইংল্যান্ডে সবথেকে বেশি টেস্ট সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে ডন ব্র্যাডম্যানের নামে। তিনি সেখানে ১১টি সেঞ্চুরি করেছিলেন।
বিরাট কোহলির থেকেও বেশ কয়েক ধাপ এগিয়ে গেলেন স্মিথ। বর্তমানে টেস্ট ক্রিকেটে তার শতরানের সংখ্যা হল ৩১। অন্যদিকে, টেস্ট ক্রিকেটে বিরাটের সেঞ্চুরির সংখ্যা হল ২৮। ম্যাথু হেডেনের টেস্টে সেঞ্চুরির সংখ্যা হল ৩০। অর্থাৎ স্মিথ হেডেনকেও ছাড়িয়ে গেছেন। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি শতরান করা ব্যাটারদের তালিকায় বর্তমানে স্মিথ তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়াও ইংল্যান্ডে বিদেশি ব্যাটার হিসেবে একটি কেন্দ্রে সবথেকে বেশি শতরান করার রেকর্ডে দিলীপ ভেঙ্গসরকারের সমানে পৌঁছেছেন তিনি। দুজনেরই একটি কেন্দ্রে তিনটি করে শতরান রয়েছে। ইংল্যান্ডের একটি কেন্দ্রে (হেডিংলি) সবথেকে বেশি শতরান করার রেকর্ড রয়েছে ডন ব্র্যাডম্যানের নামে।
জো রুটের রেকর্ডের সমানে এলেন স্টিভ স্মিথ
ভারতের বিরুদ্ধে সবথেকে বেশি শতরান করার রেকর্ডে ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুটের সমানে পৌঁছেছেন স্টিভ স্মিথ। এই দুই অভিজ্ঞ ব্যাটারের ভারতের বিরুদ্ধে ৯টি করে সেঞ্চুরি রয়েছে।
লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে নবম শতরানটি করার মাধ্যমে স্টিভ স্মিথ রিকি পন্টিং, গারফিল্ড সোবার্স এবং ভিভিয়ান রিচার্ডসকে পিছনে ফেলে দিয়েছেন।
ডব্লুটিসির ফাইনালে স্টিভ স্মিথ বাদেও ব্যাট হাতে একটি দারুন ইনিংস খেলেছেন ট্র্যাভিস হেড। তিনি ভারতের বিরুদ্ধে আক্রমনাত্মক ব্যাটিংয়ের প্রদর্শন করেছেন। হেড মাত্র ১৭৪ বলে ১৬৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তিনি এই সুন্দর ইনিংসটিতে ২৫টি চার এবং ১টি ছয় মারেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচটির দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত কামব্যাক করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতরান করে রাহুল দ্রাবিড় এবং রিকি পন্টিংকে পিছনে ফেলে দিলেন স্টিভ স্মিথ appeared first on CricTracker Bengali.