BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্ৰথম দিনেই দুরন্ত শতরান করলেন ট্র্যাভিস হেড

 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্ৰথম দিনেই দুরন্ত শতরান করলেন ট্র্যাভিস হেড

#image_title

Travis Head. (Photo Source: Disney+Hotstar)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। এই নিয়ে টানা দুটি ডব্লুটিসি ফাইনাল খেলছে ভারত। এই গুরুত্বপূর্ণ ম্যাচটির প্ৰথম দিনেই একটি দুরন্ত শতরান করলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার ট্র্যাভিস হেড। তিনি মাত্র ১০৬ বল খেলে নিজের শতরানটি সম্পূর্ণ করেন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এটি ছিল তার ষষ্ঠ শতরান।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ফর্মে থাকা ব্যাটার উসমান খাওয়াজার উইকেটটি তুলে নেয় ভারত। তবে অস্ট্রেলিয়ার আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ৬০ বলে ৪৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৮টি চার মারেন। তিনি মার্নাস ল্যাবুশেনের সাথে মিলে ৬৯ রানের পার্টনারশিপ করেন। ল্যাবুশেন ৩টি চার সহ ৬২ বলে ২৬ রান করেন।

অস্ট্রেলিয়া ৭৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছিল। এরপর ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথ মিলে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন। হেড শুরু থেকেই আক্রমনাত্মকভাবে ব্যাটিং করছিলেন। তিনি সব ভারতীয় বোলারদেরই সমস্যার মধ্যে ফেলে দিয়েছিলেন। এরপর বাউন্সারের হাত ধরে তার বিরুদ্ধে কামব্যাক করেন ভারতের বোলাররা। একের পর এক ভালো ভালো বাউন্সার মেরে হেডকে পাল্টা সমস্যার মধ্যে ফেলে দেন তারা। কিন্তু তবুও তারা হেডকে শতরান করা থেকে আটকাতে পারেননি। তার সঙ্গ খুব ভালোভাবে দিচ্ছেন স্টিভ স্মিথ। তিনি খুব একটা আক্রমনাত্মকভাবে ব্যাটিং করছেন না। তিনি একদিকে উইকেট ধরে রেখেছেন। তিনি ইতিমধ্যেই অর্ধশতরান সম্পূর্ণ করে ফেলেছেন। ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথের মধ্যে পার্টনারশিপ প্রায় ২০০ রানের কাছাকাছি চলে গেছে। তাড়াতাড়ি উইকেট ফেলতে না পারলে ভারত আরও বড় সমস্যার মধ্যে পড়ে যাবে।

“বিসিসিআই তার প্রতি অবিচার করেছে, আমি আর কিছু শুনতে চাই না” – জাস্টিন ল্যাঙ্গার

আগেরবার বিরাট কোহলির নেতৃত্বে ডব্লুটিসির ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ভারত। কিন্তু ফাইনালে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে পরাজিত হতে হয়েছিল ভারতকে। এছাড়াও কোহলির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে খেলেছিল ভারত।

বিরাট কোহলির অধিনায়কত্ব প্রসঙ্গে জাস্টিন ল্যাঙ্গার বলেন, “তার (বিরাট কোহলি) আগ্রাসন আমি খুব পছন্দ করি। বিসিসিআই তার প্রতি অবিচার করেছে, আমি আর কিছু শুনতে চাই না। তিনি যখন ওডিআই এবং টেস্টে অধিনায়কত্ব বজায় রাখতে চেয়েছিলেন তখন তাকে সম্মানের সাথে সেটি করার অনুমতি দেওয়া উচিত ছিল।”

The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্ৰথম দিনেই দুরন্ত শতরান করলেন ট্র্যাভিস হেড appeared first on CricTracker Bengali.

Exit mobile version