Virat Kohli. (Photo Source: BCCI)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদ টেস্ট ড্র হওয়ার পরই সিরিজ জিতে নিেয়ছিল ভারতীয় দল। সেইসহ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টিকিটও পাকা হেয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। সেই ম়্চেি দীর্ঘদিন পর ফের টেস্ট ফর্ম্যাটে বড় রান পেয়েছিলেন বিরাট কোহলি। সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি। সেই বিরাট কোহলির উদ্দেশ্যেই এবার বিশে, পরামর্শ দিলেন প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটার দানিশ কানেরিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিনশিপ ফাইনালে মিচেল স্টার্কের বিরুদ্ধে খেলার প্রস্তুতিই বিরাট কোহলিকে নেওয়ার পরামর্শ দিলেন কানেরিয়া।
প্রায় সাড়ে তিন বছর পর টেস্টের মঞ্চে সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। অস্্রেলিার রানের পাহাড় টপকাতে সেই ম্যাচে ভারতীয় লের প্রধান কান্ডারী ছিলেন বিরাট কোহলি। ১৮৬ রানেপ দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নামবে ভারতীয় দল। তবে ইংল্যান্ডের পিচে খেলতে নামবে দুই দল। সেখানে যে পেস এবং বাউন্সের আধিক্যই বেশী থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে মিচেল স্টার্ক যে সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে তাও যথেষ্ট স্পষ্ট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে ১৮৬ রান করেছিলেন বিরাট কোহলি
ঘরের মাঠে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারতীয় দল। সেখানে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া জিতলেও, বিরাট কোহলির পারফর্ম্যান্স কিন্তু সেভাবে স্বস্তি দিতে পারবে না কাওকে। সেখানে সেই মিচেল স্টার্কের কাছেই বিধ্বস্ত হতে হয়েছিল বিরাট কোহলিকে। মাত্র ৪ রানে মিচেল স্টার্কের বোলিংয়ের সামনে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে সেজন্যই বিরাট কোহলির উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দানিশ কানেরিয়ার।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে বাঁহাতি পেসারদের বিরুদ্ধে ততটা সাবলীল দেখাচ্ছে না বিরাট কোহলিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মিচেল স্টার্কের মোকাবিলা করার জন্য বিরাট কোহলিকে বিশেষ প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের বাঁ হাতি পেসারদের প্রস্তুতির জন্য আনা উচিত্। বিশেষ করে টি ন়রাজনকে আনা উচিত্। এছাড়া আরও বাঁহাতি ক্রিকেটারদের নেটে আনা উচিত্”।
আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের ফাইনালে নামতে চলেছে ভারতীয় দল। সেখানে যে বিরাট কোহলি ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। মিচেল স্টার্কের বিরুদ্ধে বিরাট প্রতিরোধ কোহলি গড়ে তুলতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিরাট কোহলির উদ্দেশ্যে পরামর্শ দানিশ কানেরিয়ার appeared first on CricTracker Bengali.