Shubman Gill. (Photo Source: Twitter)
আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিস্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের পাইনালে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ ঘের এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। সেই নিয়েই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। শেষপর্যন্ত বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোন দল জেতে তা তো সময়ই বলবে। কিন্তু েই ম্.য়াচ সুরু হওয়ার আগে ভারতীয় দলের তরুণ তারকা শুভমন গিলকেই প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার এমন বোলিং বোলিং লাইনআপের সামনে তাঁর মতোই ব্যাটিং দক্ষতা প্রয়োজন বলে মনে করছেন রিকি পন্টিং।
সদ্য শেষ হয়ে আইপিএল। সেখানেই গুজরাত টাইটান্সের জার্সিতে দুর্ধর্ষ ফর্মে ছিলেন এই তারকা ক্রিকেটার। প্রতি ম্যাচেই গুজরাত টাইটান্সের হয়ে অস্ধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। শুধু তাই নয় আইপিেলের মঞ্চে এবার সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপের মালিকও শুভমন গিল। তাঁর পারপফরম্যান্স দেখে এবার সকলেই আপ্লুত। আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্চ চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানেই েবার রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে এই তরুণ ক্রিকেটারকে।
আইপিএলের ম়ঞ্চে এবার অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন শুভমন গিল
এবারের আইপিএলের মঞ্চেই সুধু নয়। বছরের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। সেখানেই একের পর এক তারকা বোলারদের বিরুদ্ধে শুভনমন গিলের ব্যাট থেকে দেখা গিয়েছে বড় রানের ঝলক। চলতি বছরেই ভারতীয় দলের জার্সিতে একদিনের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও সেঞ্চুরী পেয়েছিলেন শুভমন গিল। সেই ধারা এবারের আইপিএলেও বজায় রেখেছিলেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি সেঞ্চুরী। তাঁর ব্যাটিং স্টাইল থেকে বিবিন্িন শট খেলার দক্ষতায় আপ্লুত হয়েছেন রিকি পন্টিং।
বিশ্ব টেস্ট চ্যাম্পি.নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে রিকি পন্টিংয়ের মতে, “তিনি সত্যিই একজন অস্ধারণ তরুণ প্রতিভা। তাঁর মধ্যে যেমন একটা আসাদা অ্যাটিটিউড রয়েছে তেমনি স্যোয়্যাগও রয়েছে তাঁর। শুভমন গিলের দক্ষতাও অন্যরকম। যেকোনও ফাস্ট বোলারদের বিরুদ্ধেই তাঁর ফ্রন্টফুটে পুল শট খেলার দক্ষতা রয়েছে। তিনি যেমনভাবে খেলেন, অস্ট্রেলিয়ার মতো বোলিং লাইনআপের বিরুদ্ধে এমনভাবে খেলাটাই সবচেয়েবেশী প্রয়োজন” ।
সদ্য শেষ হয়েছে াইপিএল। সেখানেই সুবমন গিলের ব্যাট থেকে এবার এসেছে ৮৯০ রান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে নামার আগে সেই পারফরম্যান্স যে শুভমন গিলের আত্মবিশ্বাস বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই শুবমন গিলের মাঠে নামার অপেক্ষা।
The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে শুভমন গিলের প্রশংসায় রিকি পন্টিং appeared first on CricTracker Bengali.