BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাট কোহলিকে নিয়ে আশাবাদী এমএসকে প্রসাদ

 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাট কোহলিকে নিয়ে আশাবাদী এমএসকে প্রসাদ

#image_title

Virat Kohli. (Image Source: BCCI)

রবিবার আইপিএলের শেষদিন।  শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে চ্যাম্পিয়নের হাসি কার মুখে ফুটবে তা তো ম্যাচ শেষ হওয়ার পরই বোঝা যাবে। আইপিএল শেষ হওয়ার পরই ভারতীয় দলের সামনে রয়েছে আরও এক বড় পরীক্ষা। ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগেই বিরাট কোহলিকে নিয়ে বিরাট আশাবাদী প্রাক্তন ভারতীয় নির্বাচক এমএসকে প্রসাদ।

আগৈমী ৭ জুন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইতিমধ্যেই রাহুল দ্রাবিড় সহ স্কোয়াডে থাকা বেশ কিছু ভারতীয় ক্রিকেটাররা পণঁছে গিয়েছেন ইংল্যান্ডে। অক্ষর পটেল, শার্দূল ঠাকুররা প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। বিরাট কোহলি, মহম্মদ সিরাজও পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডে। যদিও এখনো পর্যন্ত মাঠে নামেননি বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের মঞ্চে বিরাট কোহলি যে ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি, তা বলার অপেক্ষা রাখে না। সেই বিরাট কোহলিকে নিয়েই এবার আশার সুর শোনা গেল প্রাক্তন ভারতীয় নির্বাচকের মুখে।

আইপিএলের মঞ্চে ১৪ ম্যাচে ৬৩৯ রান করেছিলেন বিরাট কোহলি

এবারের আইপিএলে দুরন্ত পারফরম্য়ান্স দেখিয়েছেন বিরাট কোহলি। ২০২১ ও ২০২২ সালটা তাঁর খুব একটা ভাল না গেলেও, ২০২৩ সালের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। দেশের জার্সির পাশাপাশি আইপিএলের মঞ্চেও এবার দুরন্ত ফর্ম দেখিয়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে্ফের গন্ডী টপকাতে না পারলেও বিরাট কোহলির পারফরম্যান্স কিন্তু ভারতীয়  টিম ম্যানেজমেন্টকে অনেকটাই স্বস্তি দেবে। সেখানে বিরাট কোহলির ব্যাট থেকে তাঁর সেরা পারফরম্যান্সটাই দেখার অপেক্ষায় রয়েছেন এমএসকে প্রসাদ।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “তাঁর মাথায় অবশ্যই একটা কথা ঘোরপাক খাচ্ছে যে দীর্ঘদিন ভারতের কাছে কোনও আন্তরর্জাতিক ট্রফি নেই। সেজন্য তিনি যে এই ম্যাচে ফের একবার জ্বলে উঠতে পারেন তা বলার অপেক্ষা রাখে না। ভারতের জেতার জন্য নিজের সেরা পারফরম্যান্সটা দেখাবেন তিনি। যেফর্মে তিনি রয়েছেন সেইসঙ্গে ১০০ টেস্ট খেলার অবিজ্ঞতা রয়েছে। অবশ্যই বিরাট কোহলি ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার জন্য সাহায্য করবেন”।

এবারের আইপিেসে জোড়া সেঞ্চুরী রয়েছে বিরাট কোহলির। লিগ পর্বের শেষ দুই ম্যাচেেই দেখা গিয়েছে বিরাট কোহলির ব্যাট থেকে দুরন্ত পারফরম্যান্স। এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৬৩৯ রানও রয়েছে বিরাট কোহলির। সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরাট কোহলিকে নিয়ে প্রত্যাশা সকলের বাড়তেই শুরু করেছে।

The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাট কোহলিকে নিয়ে আশাবাদী এমএসকে প্রসাদ appeared first on CricTracker Bengali.

Exit mobile version