Mitchell Starc. ( Image Source: Twitter )
গত রবিবার বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। ছবার বিশ্বকাপ জিতে সকলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে তারা। সেই বিশ্বকাপ জয়ের মঞ্চ থেকেই ফিল হিউজকে শ্রদ্ধা জানালেন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার। ২০১৫ সালে মাইকেল ক্লার্ক এই কাজ করেছিলেন। সেই ধারাই এবারও বজায় রাখলেন স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্ধকারময় দিন ফিল হিউজের মৃত্যু। ক্রিকেট খেলাকালীন মাথায় বলের আঘাত লেগে মারা গিয়েছিলেন ফিল হিউজ। কিন্তু অস্ট্রেলিয়া দলের সঙ্গে যেন সবসময়ই রয়েছেন তিনি।
আহমেদাবদে ভারতকে হারিয়ে ষষ্ঠবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জয়ের পর তাদের উচ্ছ্বাস ছিল বাধনহীন। কিন্তু সেই মঞ্চেও ফিল হিউজকে ভুলে যাননি এই দুই অজি তারকা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মিচেল স্টার্ক ও স্টিভ স্মিথের হাতে একটি কালো ব্যান্ড পরা ছিল। কেন সেই ব্যান্ড পরে তারা মেডেল নিতে উঠেছে তা নিয়ে কানাভুসো শুরু হয়েছিল। অবশেষে তারই জবাব এল সকলের সামনে। সেই ব্যান্ডেই লেখাছিল পি এবং এইচ, এই দুটো অক্ষর।
ফাইনালের মঞ্চে ভারতের বিরুদ্ধে মিচেল স্টার্ক একাই তুলে নিয়েছিলেন ৩ উইকেট
সেই ঘটনা দেখার পরই আর কারোর কিছু বোঝার বাকি নেই। ২০১৫ সালে বিশ্বকাপ জয়ের পর এমনই আর্মব্যান্ড পরে স্টেজে উঠেছিলেন অস্ট্রেলিয়ার তারকা অধিনায়ক মাইকেল ক্লার্ক। সেখান থেকেই ফিল হিউজকে শেষ শ্র্দ্ধা জানিয়েছিলেন মাইকেল ক্লার্ক। এবার সেই একই কাজ করলেন অস্ট্রেলিয়ার আরও দুই তারকা ক্রিকেটার মিচেল স্টার্ক ও স্টিভ স্মিথ। একদা সতীর্থ ফিল হিউজকে বিশ্ব জয়ের মঞ্চ থেকেই শেষ শ্রদ্ধা জানালেন তারা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের মঞ্চে ব্যাটিং, বোলিং থেকে ফিল্ডিং সব জায়গাতেই সেদিন পিছিয়ে ছিল ভারতীয় দল। কোনও জায়গাতেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে সেই ম্যাচে মাত্র ২৪০ রানে শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। বল হাতে লড়ইটা ভাল শুরু করলেও শেষরক্ষা করতে পারেনি তারা। সেখানেই ট্রেভিস হেডের দুর্ধর্ষ পারফরম্যান্স শেষ করে দিয়েছিল ভারতীয় দলের বিশ্ব জয়ের স্বপ্নকে।
ব্যাট হাতে শুরুর দিকে খানিকটা চাপে পড়ে গেলেও, সেই জায়গা থেকেই ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার পরিস্থিতিত সামাল দিয়েছিলেন ট্রেভিস হেড। তাঁর সেঞ্চুরী ইনিংসে ভর করে ৪৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছিল অজি বাহিনী। এই নিয়ে ছবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া।
The post বিশ্ব জয়ের মঞ্চ থেকেই ফিল হিউজকে শ্রদ্ধার্ঘ মিচেল স্টার্ক ও স্টিভ স্মিথের appeared first on CricTracker Bengali.