বৃহস্পতিবার বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলেই ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা অনেকটা প্রশস্ত করে ফেলবে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারতীয় শিবির। সেই পারফরম্যান্স নিয়েই এখন ননা আলোচনা চলছে। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত দুর্ধর্ষ পারফরম্যান্সে রয়েছে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধেও যে ভারতীয় দল তাদের সেই পারফরম্যান্স অব্যহত পাখবে সেই ব্যপারে সকলেই আত্মবিশ্বাসী।
এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে সব মিলিয়ে চারবার একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। সেখানেও অবশ্য বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে রয়েছে ভারতীয় দল। চারবারের মধ্যে তিনবারই জিতেছে ভারতীয় দল। ২০০৭ সালে ওডিআই বিশ্বকাপের মঞ্চে হেরেছিল ভারতীয় দল। এই ম্যাচ শুরু হওয়ার আগেও যে সকলে ভারতীয় দলকে এগিয়ে রেখেছেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটে চলেছে। সেই কথা মাথায় রেখে ভারতীয় দল যে বাংলাদেশের বিরুদ্ধে যথেষ্ট সাবধানী তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও সদ্য এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের বিরুদ্ধে সেই জয় যে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও পর্.ন্ক বিশ্বকাপের মঞ্চে সেভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে তারা দ্বিতীয় জয় তুলে নিতে পারে কিনা সেটই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। পুণের মাঠে অবশ্য ভারতীয় দলেরও পরিসংখ্যান বেশ ভাল।
পিচ কন্ডিশন
পুণে স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটারদের রান করার জন্য ভাল সুযোগ দিয়ে থাকে। এবারো মনে করা হচ্ছে এই পিচে ব্যাটাররা বড় রানের ইনিংস খেলতে পারবে। সেইসঙ্গে বড় রান হওয়ারও সম্ভাবনা রয়েছে। বরাবরই েঅই মাঠে বজড় রান হতে দেখা গিয়েছে। গড় রান এখানে হয়েছে ৩০৫ রান। সেইসঙ্গে এই মাঠের ছোট বাউন্ডারির সুবিধা কাজে লাগাতে পারেন ব্যাটাররা। একইসঙ্গে এখানে পেসাররাও বেশ খানিকটা সুবিধা পেতে পারেন।
সম্ভাব্য একাদশ
ভারতঃ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
বাংলাদেশঃ সাকিব অল হাসান, লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহিদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, মাহমুদুল্লাহ, তাসকিন আহমেদ, শোরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান
ভারত বনাম বাংলাদেশ ওডিআই বিশ্বকাপে হেড টু হেড
ম্যাচ – ৪। ভারত – ৩। বাংলাদেশ – ১
ম্যাচ ও সম্প্রচার বিবরণী
সময় – ভারতীয় সময় দুপুর ২ টো
ভেন্যু- পুণে
ম্যাচ – ভারত বনাম বাংলাদেশ
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার
The post বিশ্বকাপ ২০২৩, ভারত বনাম বাংলাদেশঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও ম্যাচ বিবরণী appeared first on CricTracker Bengali.