India and Netherlands. (Photo Source: Twitter)
রবিবার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে ভারত প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এখনও পর্যন্ত চলতি ওডিআই বিশ্বকাপের মঞ্চে অপরাজিত তকমা ধরে রেখেছে টিম ইন্ডিয়া। সেই ধারা যে তারা নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে নমেদারল্যান্ডসের বিরুদ্ধে কয়েকজন ক্রিকেচটারকে বিশ্রাম দেওয়া হসলেও হতে পারে। তবে সেটা ব্যাটিং লাইনআপে নয়, বোলিং লাইনআপেই পরিবর্তন করা হতে পারে। শোনাযাচ্ছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের বিশ্রাম দেওয়া হতে পারে।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চটুরী ইনিংসখেলে রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। এই ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেঞ্চুরী করতে পারলেই কেরিয়ারের ৫০ তম ওডিআই সেঞ্চুরী করার রেকর্ড গড়বেন। সেইসঙ্গেই সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দেবেন তিনি। গোটা দেশের নজর যে এই মুহূর্তে বিরাট কোহলির দিকে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলির লক্ষ্যও যে সেদিকেই রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতেই ব্যস্ত ভারতীয় দল।
ভারত বনাম নেদারল্যান্ডস সম্ভাব্য একাদশ
ভারতঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ
নেদারল্যান্ডসঃ ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ফান বিক, রোওলফ ফান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ফান মিকেরেন
ভারত বনাম নেদারল্যান্ডস ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
বিরাট কোহলিঃ এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। এই মুহূর্তে ভারতের হয়ে চলতি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানও করেছেন বিরাট কোহলি। ৫৪৩ রান করেছেন তিনি।
রোহিত শর্মাঃ চলতি বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। ইতিমধ্যে বিশ্বকাপের মঞ্চে ৮ ম্যাচ খেলে ৪৪২ রান করে ফেলেছেন তিনি। সেখানে একটি সেঞ্চুরীর পাশাপাশি দুটো অর্ধশতরান রয়েছে তাঁর।
অল রাউন্ডার
রবীন্দ্র জাদেদাঃ শেষ ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। একইসঙ্গে সেই রবীন্দ্র জাদেজার ঝুলিতে রয়েছে ১১১ রানও।
বোলার
মহম্মদ সামিঃ এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন মহম্মদ সামি। মাত্র চার ম্যাচ খেলে একাই ১৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাঁর ইকতনমি রেট রয়েছে ৪.৩০।
জসপ্রীত বুমরাহঃ ভারতীয় দলের এবারের বিশ্বকাপের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ। দেশের জার্সিতে আট ম্যাচ খেলে ইতিমধ্যে ১৫ টি উইকেট তুলে নিয়েছেন তিনি।
ভারত বনাম নেদারল্যান্ডস ফ্যান্টাসি ক্রিকেটের সম্ভাব্য প্রস্তাবিত একাদশ
উইকেটকিপার – কেএল রাহুল
ব্যাটার – বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল ( অধিনায়ক ), শ্রেয়স আইয়ার
অল রাউন্ডার – রবীন্দ্র জাদেজা, বাস ডে লিড
বোলার – মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব
The post বিশ্বকাপ ২০২৩, ভারত বনাম নেদারল্যান্ডসঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস ও প্রস্তাবিত সম্ভাব্য একাদশ appeared first on CricTracker Bengali.