মঙ্গলবার ওডিআই বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। এই মুহূর্তে দিুই দলই খাদের কিনারে রয়েছে। বাংলাদেশের আশা কার্যত শেষ হয়েই গিয়েছে। অন্যদিকে পাকিস্তানের সেমিফাইনালের রাস্তা খানিকটা হলেও খোলা রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। কিন্তু শেষ কয়েকটি ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। বিশ্বকাপে শুরুটা ভালভাবে করলেও শেষ চার ম্যাচের মধ্যে একটিও ম্যাচ জিততে পারেননি বাবর আজমরা। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের আত্মবিশ্বাস যে একেবারে তলানীতে এসে ঠেকেছে তা বলার অপেক্ষা রাখে না।
এবারের বিশ্বকাপে প্রথম দুটো ম্যাচ বাদ দিলে কোনও ম্যাচেই পাকিস্তান খুহব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। শেষ চার ম্যাচে হেরে তারা যে খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত মহম্মদ রিজয়ানকে বাদ দিলে পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে সেভাবে নিজেদের পারফর্ম্যান্স কেউই দেখাতে পারেননি। চলতি বিশ্বকাপের মঞ্চেই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপ এগনোর সঙ্গে সঙ্গে সেই ধারা ধরে রাখতে পারেনি পাক বাহিনী।
সোমবার বাংলাদেশের বিরুদ্ধে কার্য়ত মরণ বাঁচন ম্যাচে পাকিস্তান। এই ম্যাচ জিতলেও অবশ্য পাকিস্তানের সেমিপাইনালে পৌঁছনো এখন অনেক হিসাব নিকাশের ওপরই দাঁড়িয়ে থাকবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ব্যাটিংয়ের পাশাপাশি পাকিস্তানের বোলিংয়ও সেভাবে সাফল্য নেই। শাহিন আফ্রিদি ১৩টি উইকেট তুলতে পারলেও তাঁর সতীর্থ হারিস রওফ নিজের পারফরম্যান্স দেখাতে ব্যর্থ রয়েছেন। সেইসঙ্গে চোট পেয়েছেন হাসান আলি। সব মিলিয়ে পাকিস্তান শিবিরে যে অস্বস্তির অবকাশ নেই তা বলাই যায়।
অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও, এরপর চটামা পাঁচ ম্যাচেই হেরেছে তারা। মুস্তাফিজুর রহমন তাদের সেরা বোলার হলেও, এবারের বিশ্বকাপে শূন্য হাতেই ফিরতে হয়েছে তাঁকে। মাত্র তিনটি উইকেট তুলতে পেরেছেন। ব্যাটিংয়েও যে পাকিস্তান ভাল পারফর্ম্যান্স দেখাচ্ছে তা নয়। মঙ্গলবার ইড্ন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে দুই দল।
ম্যাচ ও সম্প্রচার বিবরণী
সময় – ভারতীয় সময় দুপুর ২ টো
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার
পিচ কন্ডিশন
ইডেন গার্ডেন্স বরাবরই হাই স্কোরিং পিচটের জন্য বিখ্যাত। এছাড়া এই মাঠের আউটফিল্ডও যথেষ্ট ভাল। এখানে নতুন বলে বোল্ং করার সময় বোলাররা যথেষ্ট সাহায্য পাবে। কিন্তু সময় যত এগোবে ততই পরিস্থিতি কঠিন হতে পারে বোলারদের জন্য। এর আগে এই পিচে নেদারল্যান্ড বনাম বাংলাদেশের ম্যাচ হয়েছে। সেই ম্যাচ দেখে বলা যেতে পারে যে বোলার এবং ব্যাটাররা দুজনেই সুযোগ পাবে এখানে।
বাংলাদেশ বনাম আফগানিস্তান সম্ভাব্য একাদশ
পাকিস্তানঃ
আহমদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, সওদ শাকিল, সাদাব খান/উসামা মির, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হাসান আলি/মহম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রওফ
বাংলাদেশঃ
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব অসল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান/ তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শোরিফুল ইসলাম
পাকিস্তান বনাম বাংলাদেশ হেড টু হেড
ম্যাচ | পাকিস্তান | বাংলাদেশ |
৩৮ | ৩৩ | ৫ |
আজকের ম্যাচের ভবিষ্যদ্বাণী: পাকিস্তান ম্যাচ জিতবে
ডিসক্লেইমার: ভবিষ্যদ্বাণীটি লেখকের বোঝার, বিশ্লেষণ এবং প্রবৃত্তির উপর ভিত্তি করে। আপনার ভবিষ্যদ্বাণী করার সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং আপনার নিজের সিদ্ধান্ত নিন।
The post বিশ্বকাপ ২০২৩, বাংলাদেশ বনাম পাকিস্তানঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও ম্যাচ বিবরণী appeared first on CricTracker Bengali.