BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপ ২০২৩, পাকিস্তান বনাম বাংলাদেশঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস এবং সম্ভাব্য একাদশ

বিশ্বকাপ ২০২৩, পাকিস্তান বনাম বাংলাদেশঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস এবং সম্ভাব্য একাদশ

#image_title

Pakistan vs Bangladesh. ( Image Source: Twitter )

মঙ্গলবার  ওডিআই বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। এই মুহূর্তে দিুই দলই খাদের কিনারে রয়েছে। বাংলাদেশের আশা কার্যত শেষ হয়েই গিয়েছে। অন্যদিকে পাকিস্তানের সেমিফাইনালের  রাস্তা খানিকটা হলেও খোলা রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। কিন্তু শেষ কয়েকটি ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। বিশ্বকাপে শুরুটা ভালভাবে করলেও শেষ চার ম্যাচের মধ্যে একটিও ম্যাচ জিততে পারেননি বাবর আজমরা। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের আত্মবিশ্বাস যে একেবারে তলানীতে এসে ঠেকেছে তা বলার অপেক্ষা রাখে না।

এবারের বিশ্বকাপে প্রথম দুটো ম্যাচ বাদ দিলে কোনও ম্যাচেই পাকিস্তান খুহব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। শেষ চার ম্যাচে হেরে তারা যে খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত মহম্মদ রিজয়ানকে বাদ দিলে পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে সেভাবে নিজেদের পারফর্ম্যান্স কেউই দেখাতে পারেননি। চলতি বিশ্বকাপের মঞ্চেই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপ এগনোর সঙ্গে সঙ্গে সেই ধারা ধরে রাখতে পারেনি পাক বাহিনী।

সোমবার বাংলাদেশের বিরুদ্ধে কার্য়ত মরণ বাঁচন ম্যাচে পাকিস্তান। এই ম্যাচ জিতলেও অবশ্য পাকিস্তানের সেমিপাইনালে পৌঁছনো এখন অনেক হিসাব নিকাশের ওপরই দাঁড়িয়ে থাকবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ব্যাটিংয়ের পাশাপাশি পাকিস্তানের বোলিংয়ও সেভাবে সাফল্য নেই। শাহিন আফ্রিদি ১৩টি উইকেট তুলতে পারলেও তাঁর সতীর্থ হারিস রওফ নিজের পারফরম্যান্স দেখাতে ব্যর্থ রয়েছেন। সেইসঙ্গে চোট পেয়েছেন হাসান আলি। সব মিলিয়ে পাকিস্তান শিবিরে যে অস্বস্তির অবকাশ নেই তা বলাই যায়।

পাকিস্তান বনাম বাংলাদেশ ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

মহম্মদ রিজওয়ানঃ এই মুহূর্তে পাকিস্তানের হয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক মহম্মদ রিজওয়ান। ছট ম্যাচ খেলে ৩৩৩ রান করে ফেলেছেন তিনি। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ৬৬.৬০ এবং স্ট্রাইকরেট রয়েছে ৯৭.৩৬। অধিনায়ক হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন তিনি।

বাবর আজমঃ এবারের বিশ্বকাপে বড় ইনিংস এখনও পর্যন্ত খেলতে না পারলেও, পাকিস্তানের হয়ে চলতি বিশ্বকাপে তিনটি অর্ধশতরান করা হয়ে গিয়েছে তাঁর। ছয় ইনিংস খেলে বাবর আজমের রান রয়েছে ২০৭।

অল রাউন্ডার

সাকিব অল হাসানঃ বাংলাদেশের হয়ে সেরা ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব অল হাসান। যদিও এবারের বিশ্বকাপের মঞ্চে সেরা বোলিং  পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ৫.১৪ ইকনমি রেট রেখে বিশ্বকাপে পাঁচ ম্যাচে সাতটি উইকেট তুলে নিয়েছেন সাকিব অল হাসান।

বোলার

শাহিন আফ্রিদিঃ এবারের বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক শাহিন আফ্রিদি। ইতিমধ্যে ছয় ম্যাচে খেলে ১৩টি উইকেট তুলে নিয়েছেন শাহিন আফ্রিদি। ইকনমি রেট রয়েছে ৫.৬৯।

শোরিফুল ইসলামঃ বাংলাদেশের হয়ে এবারের বিশ্বকাপে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন শোরিপুল ইসলাম। এই মুহূর্তে বাংলাদেশের হয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেচের মালিক শোরিফুল ইসলাম। ছয় ম্যাচ খেলে ৮টি উইকেট রয়েছে শোরিফুল ইসলামের। ইকনমি রেট রয়েছে ৬.৫০।

পাকিস্তান বনাম বাংলাদেশ ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

মহম্মদ রিজওয়ান ( অধিনায়ক, উইকেটকিপার ), বাবর আজম, আবদুল্লাহ সাফিক, মেহেদী হাসান ( সহ অধিনায়ক ), মেহিদী হাসান মিরাজ, সাকিব অল হাসান, ইফতিকার আহমেদ, শাদাব খান, শোরিফুল ইসলাম, শাহিন আফ্রিদি, হারিস রওফ

The post বিশ্বকাপ ২০২৩, পাকিস্তান বনাম বাংলাদেশঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস এবং সম্ভাব্য একাদশ appeared first on CricTracker Bengali.

Exit mobile version