আর মাত্র দুই দিনের অপেক্ষা। এরপরই ভারতের মাটিতে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই শেষ পর্যন্ত কোন দলের হাতে বিশ্বকাপের ট্রফি উঠবে তা তো সময়ই বলবে। একইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়েও চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। আর সেই ম্যাচে নামার আগেই রোহিত শর্মাকে নিয়ে সমীহের সুর শোনাযাচ্ছে পাকিস্তানের তারকা ক্রিকেটার শাদাব খানের মুখে। তাঁর মতে ভারতীয় দলের অধিনায়কের বিরুদ্ধে বোলিং করাটাই তাদের কাছে সবচেয়ে কঠিন একটা কাজ।
এশিয়া কাপের মঞ্চ থেকেই ফর্মে ফিরেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে ভারতীয় দলের বড় রানের রাস্তাটা যে রোহিত শর্মা তৈরি করে দিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই পাক বোলারদের বিরুদ্ধে ব্যাটে রানের ঝড় উঠেছিল। এবার ফের একতবারক মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের সেই ম্যাচ নিয়ে এখন থেকেই নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিে এখন থেকেই উন্মাদনা বাড়তে শুরু করেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে বড় রান পেয়েছিলেন রোহিত শর্মা
এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে সর্বোচ্চ রান করেছিল টিম ইন্ডিয়া। সেখানেই ভারতের বিরুদ্ধে ১০ ওভারে মাত্র একটি উইকেচট তুলতে পেরেছিলেন এই তারকা স্পিনার। কিন্তু রান দিয়েছিলেন ৭১ রান। রোহিত শর্মার পারফরম্যান্স সেই ম্যাচে ভালভাবেই দেখেছিলেন এই তারকা ক্রিকেটার। এবারও যে রোহিত শর্নমা পাকিস্তানের বিরুদ্ধে তেমন পারফরম্যান্সই ধরে রাখতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে রোহিত শর্মাকে নিনয়ে সমীহের সুরও শোনা গেল শাদাব খানেক গলায়।
এই প্রসঙ্গে শাদাব খান জানিয়েছেন, “আমি রোহিত শর্মাকে অত্যন্ত শ্রদ্ধা করি। বিশ্বের অন্যান্য তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মাই এমন একজন ক্রিকেটার যাঁর বিরুদ্ধে বোলিং করাটা সবচেয়ে কঠিন। একতবার তিনি যদি ক্রিজে সেট হয়ে যান, সেই মুহূর্তে রোহিত শর্মার থেকে ভয়ঙ্কর কোনও ক্রিকেটার নেই। আমি নিজেও একজন স্পিনার। সেখানে লেগ স্পিনার হওয়ার পাশাপাশি আমার মনে হয় কুলদীপ যাদব এই মুহূর্তে ভাল ফর্মে রয়েছেন”।
এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে নেমেছিলেন রোহিত শর্মা। সেই ম্যাচে ভারত জিততে না পারলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার পারফরম্যান্স ছিল অসাধারণ। বড় রানও পেয়েছিলেন তিনি। এবার বিশ্বকাপের মঞ্চেও রোহিত শর্মা নিজের ফর্ম ঘরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।
The post বিশ্বকাপে নামার আগে রোহিত শর্মাকে সমীহ করছেন শাদাব খান appeared first on CricTracker Bengali.