Yuvendra Chahal. (Photo Source: BCCI)
কয়েকদিন আগেই বিশ্বকাপের সূচী ঘোষণা করেছে আইসিসি। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। সূতী ঘোষণার পর থেকেই যে বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই ৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছেন টিম ইন্ডিয়া। সেখানেই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় স্কোয়াড কেমন হতে পারে তা নিয়ে নানান হিসাব নিকাশ চলছে। সেই পরিস্থিতিতেই ভারতীয় দল গঠন নিয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিশ্বকাপের মঞ্চে ভারতীয় স্কোয়াডে একজন লেগ স্পিনারের অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজারাতো রয়েছেনই। কিন্তু সেই তাদের থেকেই খানিকটা এগিয়ে রাখছেন যুজবেন্দ্র চাহালকে। শর্ট ফর্ম্যাটে যুজবেন্দ্র চাহালের সাফল্যের পরিসংখ্যান উর্ধ্বগামী। সেই কথা মাথায় রেখেই এই তারকা ক্রিকেটারকে খেলানোর পরামর্শ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের মাটিতে যুজবেন্দ্র চাহালকেই ভারতীয় শিবিরে লেগ স্পিনার হিসাবে চাইছেন তিনি।
২০১৯ বিশ্বকাপের মঞ্চে ১২টি উইকেট তুলে নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল
২০১৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন যুজবেন্দ্র চাহাল। সেখানে তাঁর স্পিনের সাহায্যে সাফল্য পেয়েছিল টিম ইন্ডিয়া। সেখানেই ৮টি ম্যাচে ১২টি উইকেট তুলে নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। সেইসঙ্গে এবার ভারতের মাটিতে খেলা হবে। সেখানে যে স্পিনের প্রভাব থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই লেগ স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহালকে খেলানোর পরামর্শ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে কুলদীপ যাদবের নামও শোনাযাচ্ছে তাঁর মুখে।
এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আমার মনে হয় এই বিশ্বকাপে ভারতীয় দলের একজন রিস্ট স্পিনারের প্রয়োজন রয়েছে। রবীন্দ্র জাদেজা রয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন সেখানে রয়েছেন। অক্ষর পটেলও রয়েছেন, যিনি আমার মতে একজন অসাধারণ অলরাউন্ডার। সেখানে রবি বিষ্ণোই ও কুলদীপ যাদবও রয়েছেন। কিন্তু লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল সম্প্রতি বেশকিছু বড় প্রতিযোগিতায় সুযোগ পাননি। কিন্তু শর্ট ফর্ম্যাটে তিনি অত্যন্ত ধারাবাহিকভাবে পারফরম্যান্স দেখাতে পেরেছেন। সেটা ২০ ওভারই হোক কিংবা ৫০ ওভার হোক। তাঁর দিকে নজর রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়”।
এবারের আইপিএলে অবশ্য সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি যুজবেন্দ্র চাহাল। কিন্তু তাঁর উইকেচের ঝুলি যে একেবারে ফাঁকা তা কিন্তু একেবারেই বলা চলে না। তাঁর পারফরম্যান্স দেখার পরই এমন পরামর্শ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
The post বিশ্বকাপের স্কোয়াডে যুজবেন্দ্র চাহালকে রাখার পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের appeared first on CricTracker Bengali.