BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপের মঞ্চে সূর্যকুমার যাদবকে নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার আরপি সিং

 বিশ্বকাপের মঞ্চে সূর্যকুমার যাদবকে নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার আরপি সিং

#image_title

Suryakumar Yadav. (Image Source: BCCI)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিই ম্যাচেবড়রান করতে পারেননি ভারতীয় দলের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। সম্প্রতি ওডিই ফর্ম্যাটেখুব একটাা ভাল পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছেন না তিনি। শেষ চারটি ইনিসে একেবারেই ভাল পারফরম্যান্স দেকাতে পারেননি সূরিযকুনার যাদব। ইতিমদ্যেই তাঁর পারফরম্যান্স নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। যদিও এই মুহূর্তে সূর্যকুমার যাদের ওপরই ভরসা রাখছেন ভারতীয় দলের প্রাকত্তন ক্রিকেটার আরপি সিং। তাঁর মংতে আসন্ন বিশ্বকাপে সূর্যকুমার যাদব ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠতে চলেছে।

শেষ চারটি ইনিংসের মধ্যেতিনটিতেই শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছিল সূর্যকুমার যাদবকে। বিশ্রাম কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ফের  ওডিাই ফর্ম্যাটে নেমেছেন সূর্যকুমার যাদব। সেখানেও অবশ্য বড় রানের ঝলক দেখাতে পারেননি েই তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১৯ রােই থামতে হয়েছিল সূর্যকুমার যাদব। পরপর এমন পারফরম্যান্স দেখার পর অনেকেই খানিকটা চিন্তার কথা বলতে শুরু করেছিলেন। এমন পরিস্থি্তিতে অবশ্য আরবি সিংকে পাশেই পাচ্ছেন আরপি সিংকে। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে সূর্যকুমার যাদবকে চার থেকে পাঁচ নম্বর পজিশনেই খেলানোর পরামর্শ দিচ্ছেন তিনি।

ওডিআইয়ের মঞ্চে শেষ চার ইনিংসে বড় রান করতে পারেননি সূর্যকুমার যাদব

এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সূর্যকুমার যাদব। প্রছম ওডিআইতে রান না পেলেও দ্বিতীয় ম্যাচেও যে সূর্যকুমার যাদবের ওপরই ভরসা রাখতে চলেছ ভারতীয় টিম ম্যানেজমেন্ট তা বলার অপেক্ষা রাখে না। এই সিরিজ থেকেই যেিবশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য।  এখনও পর্যন্ত ওডিআই ক্রিকেটে সেভাবে নিজের ছাপ পেলতে না পারেলও সূর্যকুমার যাদবকে নিয়ে াসাবাদী প্রাক্তন ক্রিকেটার আরপি সিং। তাঁর মতে বিশ্বকপের মঞ্চেও ভারতীয় দলের চার নম্বরে সূর্যকুমার যাদব সবচেয়ে ভাল অপশন।

আরপি সিং জানিয়েছেন, “শ্রেয়স আইয়ারের সহ্গে ভারতীয়দলেরচার নম্বর পজিশনে খেলার জন্য সূর্যকুমার যাদব একেবারে আদর্শ অপশন। তাঁকে যদি ব্যাকআপ অপশন হিসাবে দেখা হয়, সেক্ষেত্রে একটা কথা বলা জরুরী যে তাঁর কিন্তু বেশ খানিকটা গেম টাইম প্রয়োজন। একদিনের ক্রিকেটে নিঝের ছাপ ফেলার খুব কাছেই রয়েছেন সূর্যকুমার যাদব। তবে তিনি যেভাবে ব্যাটিং ককরেন এবং যে পদ্ধতিতে ব্যাটিং করেন তাতে চার নম্বর কিংবা পাঁচ নম্বর পজিশনটাই তাঁর জন্য সবচেয়ে ভাল”।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিাই ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই সূর্যকুমার যাদব বড় রান পান কিনা সেটাই দেখার।

The post বিশ্বকাপের মঞ্চে সূর্যকুমার যাদবকে নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার আরপি সিং appeared first on CricTracker Bengali.

Exit mobile version