বিশ্বকাপের বাইশ গজে বল গড়ানোর আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে নিউ জিল্যান্ড। সেই ম্যাচে নামার আগে ক্রমশই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। গতবারের বিশব্কাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। এবারও সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই যাত্রা শুরু হতে চলেছে। তার আগে আত্মবিশ্বাসে ভরপুর নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
বিশ্বকাপের মঞ্চে নামার আগে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই ওডিআই সিরিজে নেমেছিল কিউই বাহিনী। সেখানেই ব্রিটিশ বাহিনীর কাছে হারতে হয়েছিল নিউ জিল্যান্ডকে। যদিও কেন উইলিয়ামসন সেসব একেবারেই মাথায় রাখতে নারাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে তারা যে প্রস্তুত সেই বার্তাই শোনা গেল নিউ জিল্যান্ড অধিনায়কের গলা থেকে। শেষপর্যন্ত কী ম্যচা জয়ের হাসি কাদের মুখে ফোটে সেদিকেই এখন তাকিয়ে রয়েছে সকলে। বিশ্বকাপের মঞ্চে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চায় নিউ জিল্যান্ড।
গতবারের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নভঙ্গ হয়েছিল কেন উইলিয়ামসনের
এখনও পর্যন্ত একটিও বিশ্বকাপ জেতেনি নিউ জিল্যান্ড। কিন্তু বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে ধারাবাহিক দলের তকমা কিন্তু রয়েছে তাদের গায়েই। এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চবার সেমিফাইনালের মঞ্চে উঠেছে নিউ জিল্যান্ড। এবারও যে তারা সেই ধারাটা অব্যহত রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম়্চে নামার আগেই কেন উইলিয়ামসনের গলা থেকে শোনা গেল আত্মবিশ্বাসে ভরপুর বার্তা। এই বিশ্বকাপের মঞ্চে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চান তারা। ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে নিউ জিল্যান্ড যে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তার ইঙ্গিতও স্পষ্ট কেন উইলিয়ামসনের এই বার্তা থেকে।
ম্যাচ শুরু হওয়ার আগে কেন উইলিয়ামসন জানিয়েছেন, “যেমন টা সকলে বলছে, এটা আলাদা একটা প্রতিযোগিতা। সেখানেই সকলে একই জায়গা থেকে শুরু করতে চলেছে। আর প্রতি প্রতিযোগিতা অনুযায়ী দল যেমন বদলে যায়, তেমনই বদলে যায় প্রতিপক্ষের অবস্থানও। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেদের ক্রিকেট খেলার স্টাইলটা বজায় রাখা। আর সেটাই আমাদের নিজেদের সেরা পারফরম্যন্সটা বের করে আনতে সাহায্য করে”।
২০১৫ এবং ২০১৯ সালে পরপর দুবার ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি নিউ জিল্যান্ড। এবার সেই বিশ্বকাপ জয়ের খরা তারা কাটাতে পারে কিনা তা তো সময়ই বলবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় অপেক্ষায় রয়েছেন সকলে। যদিও প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনকে ছাড়াই নামতে হচ্ছে নিউ জিল্যান্ড ব্রিগেডকে।
The post বিশ্বকাপের মঞ্চে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন appeared first on CricTracker Bengali.