Jasprit Bumrah. (Photo Source: BCCI)
গতবছরের এশিয়া কাপের আগে ভারতীয় দল তেকে চিটকে গিয়েছিলেন জসপ্রীকত বুমরাহ। সেই থেকে এখনও পর্যন্ত ভারতীয় দলের জার্সিতে দেখা যায়ন জসপ্রীত বুমরাহকে। তবে এখন শোনাযাচ্ছে জসপ্রীত বুমরাহ অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই ভারতীয় দলে ফিরতে চলেছেন এই তারকা ক্রিকেটার। সেই জসপ্রীত বুমরাহকে নিয়েই এবার বিরাট মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে এবারের বিস্বকাপে বারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন জসপ্রীত বুমরাহ। এখন তাঁর দলে ফেরার অপেক্ষাতেই রয়েছেন সকলে।
এই বছরের অক্টোবরেই ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। সেখানে যে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের ্ন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে জসপ্রীত বুমরাহ চোট পাওয়ার পর তাঁকে নিয়ে যথেষ্ট সাবধানীও রয়েছে বিসিসিআই। তাঁকে নিয়ে একেবারেি তাড়াবুড়ো করতে নারাজ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ত্রোপচারের পর বিশ্রামেই ছিলেন তিনি। এরপরই ধীরে ধীরে রিহ্যাব শুরু করেছিলেন এই তারকা ক্রিকেটার।
গতবছরের সেপ্টেম্বর থেকেই ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরাহ
কয়েকদিন আগেই জসপ্রীত বুমরার নেটে বোলিং প্রস্তুতির একটি ভিডিও সকলের সামনে এসেছিল। সেখানে একেবারে সুস্থই মনে হচ্ছিল এই তারকাা ক্রিকেটারকে। সেই থেকেই জসপ্রীত বুমরাহকে নিয়ে প্রত্যাসার পারদ চড়তে শুরু করেছিল। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। সেখানে অবশ্য ভারতীয় শিবিরে নেই জসপ্রীত বুমরাহ। তবে আসন্ন অগস্ট মাসেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। শোনাযাচ্ছে সেই সিরিজেই নাকি ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। সেখানেই তাঁকে নিয়ে আসাবাদী ওয়াসিম জাফর।
তিনি জানিয়েছেন, “ভারতীয় দলের বোলিং লাইনআপের অন্যতম গুরুত্বূর্ণ সদস্য জসপ্রীত বুমরাহ। আমার মনে হয় বিশ্বকাপের ম়্চে বারতকীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। এবার ডেথ বোলিংয়ের ক্ষেত্রে তাঁর অভাব আমরা অনুভব করেছি। এই গোটা বছরটাই তাঁর অভাব আমরা অনুভব করেছি। তবে তাঁর ফিটনেসে ফিরে আসাটাই এখন সবচেয়ে প্রয়োজনীয়। সেইসঙ্গে আরও এরকটা প্রশ্ন ঘুরপাক খাবে তা হল তিনি এখনও সেই আগের মতোই বোলিং করতে পারবেন কিনা”।
ভারতীয় দলের হয়ে সবসময়ই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন জসপ্রীত বুমরাহ। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের মঞ্চে জসপ্রীত বুমরার অভাব ভালভাবেই বোঝা গিয়েছে। এবার বিশ্বকাপের মঞ্চে ফিরলে জসপ্রীত বুমরাহ কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার।
The post বিশ্বকাপের মঞ্চে জসপ্রীত বুমরাহকে নিয়ে আশাবাদী ওয়াসিম জাফর appeared first on CricTracker Bengali.