BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপের মঞ্চে ঋষভ পন্থকে ছাড়াই খেলতে হবে ভারতীয় দলকে, মনে করছেন ঈশান্ত শর্মা

 বিশ্বকাপের মঞ্চে ঋষভ পন্থকে ছাড়াই খেলতে হবে ভারতীয় দলকে, মনে করছেন ঈশান্ত শর্মা

#image_title

Rishabh Pant. ( Photo source: Instagram/Rishabpant )

গতবছরের শেষে ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে প়ে মাঠের বাইরে রয়েচেন ঋষভ পন্থ।  এনসিএ-তে র্হ্যাব সেশন চললেও তিনি কবে ভারতীয় দলে ফিরতে পারবেন তা এখনও বলা সম্ভব নয়। আবার এইঅ বছরই ভারতের মাটিতে রয়েছে ওডিআই বিশ্বকাপের আসর। সেখানে ভারতীয় দলের উইকেটের পিছনে প্রধান ভরসা বরাবরই তিনি। সেই প্রতিযোগিতায় ঋষভ প্নথ খেলতে পারবেন কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা। এরই মাঝে তাঁকে নিয়ে বড় মন্তব্য ঈশান্ত শর্মার। তাঁর মতে  আসন্ন বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলে ঈশান্ত শর্মার ফেরার সম্ভাবনা খুবই কম।

গুরুতর চোট পেয়েই মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করলেও, সেই কাজ যে এত দ্রুত হওয়ার নয় তা ঈশান্ত শর্মার কথাতেই স্পষ্ট। ভারতীয় দলের অএই বোলারের মতে ঋষভ পন্থ আগামী আইপিএলেও নিশ্চিত নন। সেজন্যই এবারের বি্শ্বকাপে যে তাঁর খেলার সম্ভাবনা ক্রমশই কমে যাচ্ছে তাও বলার অপেক্ষা রাখে না।

গত ডিসেম্বরে ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ

গতবছরের শেষেই এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। আর সেই দূর্ঘটনার জেরেই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ।  দূর্ঘটনার পর দেহরাদুনের এক হাসপাাতালেই প্রাথমিকভাবে ভর্তি করা হয়েছিল ঋষভ পন্থকে। যদিও এরপরই বোর্ডের তরফে তাঁকে সেই হাসপাতাল থেকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই ঋষভ পন্থের অস্ত্রোপচারও হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত ক্রাচের ভরসাতেই হাঁটতে হচ্ছিল ঋষভ পন্থকে। তাঁর সাম্প্রতিক পরিস্থিতি দেখার পরই ঈশান্ত শর্মার মুখে এমন মন্তব্য। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

জিও সিনেমাতে ঈশান্ত শর্মা জানিয়েছেন, “আমার মনে হয় ঋষভ পন্থকে আগামী আইপিেলেও মঞ্চেও আমরা দেখতে পাব না। কারণ তাঁর চোটটা একেবারেই সামান্য নয়। গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তাঁর গড়ী দূর্ঘটনা অত্যন্ত গুরুতরভাবে হয়েছিল। তিনি এই মুহূর্তে সদ্য ব্যাটিং এবং দৌড়ই শুরু করেছেন। কিন্তু উইকেটকিপিং করার জন্য আরও এটকুই যথেষ্ট নয়। আরও অনেককিছু করতে হবে তাঁকে”।

এনসিএতে এখন জোরকদমে রিহ্যাব চালাচ্ছেন ঋষভ পন্থ। বেশ কয়েকদিন আগে থেকেই ক্রাচের ভরসা ছাড়া হাঁটা শুরু করেছিলেন ঋষভ পন্থ। কয়েকদিন আগেই তাঁর জিম সেশনের একটি ভিডিও সকলের সামনে এসেছিল। শুধু তাই নয় হাল্কা ব্যাটিংও নাকি করতে পারছেন তিনি। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলের পরিকল্পনায় রয়েছেন ঋষভ পন্থ। শোনাযাচ্ছে নির্ধারিত সময়ের আগেই সেরে উঠতে পারেন ঋষভ পন্থ। সেই কাজটাই যাতে আরও দ্রুততার সঙ্গে করা যায় সেদিকেই এখন নজর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।

The post বিশ্বকাপের মঞ্চে ঋষভ পন্থকে ছাড়াই খেলতে হবে ভারতীয় দলকে, মনে করছেন ঈশান্ত শর্মা appeared first on CricTracker Bengali.

Exit mobile version