Rahul Dravid. (Photo by Pankaj Nangia/Getty Images)
আগামী অক্টোবর থেকেই শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। সেখানেই টিম ইন্ডিয়ার যাত্রা শুরু হবে ৮ অক্টোবর। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। কিন্তু সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। শোনাযাচ্ছে ওডিআই বিশ্বকাপের পরই নাকি ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে যেতে চলেছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের পরই নাকি ভারতীয় দলের সঙ্গে নিজের চুক্তি আর বাড়াতে চাননা রাহুল দ্রাবিড়।
২০২১ সালেই ভারতীয় দলের কোচের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। যদিও এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে সাফল্যের মুখ দেখেননি রাহুল দ্রাবিড়। এবার বিশ্বকাপের মঞ্চে তাঁর তত্ত্বাবধানেই নামতে চলেছে টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল বিশ্বকাপে সাফল্য পায় কিনা তা এখন সময় বলবে। তবে এরপর আর চুক্তির মেয়াদ বাড়াতে চাননা রাহুল দ্রাবিড়। তবে ব্যক্তিগত কারণের জেরেই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যেতে চাইছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।
২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড়
পরিবারকে সময় দেওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত রাহুল দ্রাবিড় সরকারীভাবে কিছু ঘোষণা করেননি। কিন্তু গুঞ্জনটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই দলের সঙ্গে বিভিন্ন জায়গায় সফর করতে হচ্ছে এই তারকা ক্রিকেটারকে। এই মুহর্তে টিম ইন্ডিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন রাহুল দ্রাবিড়। শোনাযাচ্ছে সেই সফরের জেরেই নাকি ক্লান্ত হয়ে পড়েছেন রাহুল দ্রাবিড়। সেই কারণেই পরিবারের সঙ্গে সময় কাটতে পারছেন না তিনি। সেই কারণেই নাকি এবার কোচের দায়িত্ব থেকে অব্যহতি চান তিনি।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ভারতীয় দলের কোচের দায়িত্ব উঠেছে রাহুল দ্রাবিড়ের কাঁধে। তাঁর তত্ত্বাবধানে এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়াকাপের মঞ্চে নেমেছে ভারতীয় দল। যদিও সেভাবে ভারতীয় দল সাফল্য পায়নি। অএবারের বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ব্যর্থ হয়েই ফিরতে হয়েছে রাহুল দ্রাবিড়কে।
সেই নিয়ে কম সমালোচনাও সুরু হয়নি। ভারতীয় ক্রিকেট মহলে কান পাতলে এখনও রাহুল দ্রাবিড়কে নিয়ে নানান ,মালোচনা চলছে। যদিও রাহুল দ্রাবিড় এসব নিয়ে একেবারেই চিন্তিত নন। এবারের বিশ্বকাপের পরই দল থেকে অব্যহতি নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
The post বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.