Skip to main content

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের পরই দক্ষিণ আফ্রিকা সফর টিম ইন্ডিয়ার, ১০ ডিসেম্বর টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু সফর

 বিশ্বকাপের পরই দক্ষিণ আফ্রিকা সফর টিম ইন্ডিয়ার, ১০ ডিসেম্বর টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু সফর

South Africa vs India. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

এই বছরই ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে ভারতীয় দল।  রোহিত শর্মাদের সামনে এই মরসুম তো বটেই, আগামী মরসুমেও ঠাসা কর্মসূচী রয়েছে, তার ইঙ্গিত আগেও পাওয়া গিয়েছিল। বিশ্বকাপ শেষ হওয়ার পরই দক্ষিণ আফ্রিকা সফর ভারতীয় দলের সামনে। টি টোয়েন্টি, ওডিআই ও টেস্ট সিরিজ খেলতে আগামী ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিতে চলেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেই নামবে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাতেই ক্রিসমাস ও বর্ষবরণ করবেন ভারতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবারই দক্ষিণ আফ্রিকা সফরের সূচী ঘোষণা কর বিসিসিআই।

আগামী ১০ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। তার আগে অবশ্য ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে  টিম ইন্ডিয়া। আগামী ৫ অক্টোবরক থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দল তাদের যাত্রা শুরু করবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেখানেই ভারতীয় দল যদি ফাইনালে ওঠে তচবে মাত্র কয়েকদিনের ব্যবধানেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সফরে নেমেছে ভারতীয় দল। প্রায় একমাস চলবে সেই সিরিজ। গত ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। টেস্টের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচও খেলবে ভারতীয় শিবির। এরকপরই আবার তাদের সামনে রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবেন রোহিত শর্মারা। এরইমাঝে এবার দক্ষিণ আফ্রিকা সফরের সূচীও ঘোষণা করে দিল বিসিসআই।

BCCI and @ProteasMenCSA announce fixtures for India’s Tour of South Africa 2023-24.

For more details – https://t.co/PU1LPAz49I #SAvIND

A look at the fixtures below 👇👇 pic.twitter.com/ubtB4CxXYX

— BCCI (@BCCI) July 14, 2023

আদামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সেই সফর। শুরুতেই ভারতীয় দল খেলবে তিনটি টি টোয়েন্টি ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচের সিরিজ। সেইসঙ্গে দুটি টেস্ট ম্যাচের সিরিজও রয়েছে ভারতীয় দলের সামনে। ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারী পর্যন্ত চলবে সিরিজ। নতুন বছর দক্ষিং আফ্রিকতেই পালন করবে টিমং ইন্ডিয়ার ক্রিকেটাররা। ২০২১ সালে এই দক্ষিণ আফ্রিকার কাছেই টেস্ট সিরিজে বিশ্রীভাবে হেরেছিল ভারতীয় দল। এরপরই টেস্ট নেতৃত্ব ছে়ড়েছিলেন বিরাট কোহলি। সেই সিরিজে ছিলেন না রোহিত শর্মা। দুবছর পর সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মার নেতৃত্বে তাদের ঘরের মাঠেই বদলা নেওয়ার সুযোগ ভারতীয় দলের সামনে।

ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সূচী

টি টোয়েন্টি সিরিজ

প্রথম টি টোয়েন্টি – ১০ ডিসেম্বর ( ডারবান)

দ্বিতীয় টি টোয়েন্টি – ১২ ডিসেম্বর ( জিকিইএবেরহা)

তৃতীয় টি টোয়েন্টি – ১৪ ডিসেম্বর ( জোহানেসবার্গ )

ওডিআই সিরিজ

প্রথম ওডিআই – ১৭ ডিসেম্বর ( জোহানেসবার্গ )

দ্বিতীয় ওডিআই – ১৯ ডিসেম্বর ( জিকিউএবেরহা )

তৃতীয় ওডিআই – ২১ ডিসেম্বর ( পার্ল )

টেস্ট সিরিজ

প্রথম টেস্ট – ২৬-৩০ ডিসেম্বর ( সেঞ্চুরীয়ন )

দ্বিতীয় টেস্ট – ৩-৭ জানুয়ারী ( কেপ টাউন )

The post বিশ্বকাপের পরই দক্ষিণ আফ্রিকা সফর টিম ইন্ডিয়ার, ১০ ডিসেম্বর টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু সফর appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...