Virat Kohli. (Photo by Pankaj Nangia/Getty Images)
ওয়াংখেড়ের পর বিশাখাপত্তনম। তেষ্টা করেলো বড় রান পেতে ব্যর্থই হয়েছিলেন বিরাট কোহলি। তাঁকে নিয়ে প্রত্যাশা থাকলেও শেষপর্।ন্ত ৩১ রানেই থেমেছিল ভারতীয় দলের সেরা ব্যাটারের ইনিংস। বিশাখাপত্তনম বরাবরই বিরাট কোহলির পছন্দের একটা জায়গা। সেখানেই বিরাট কোহলির থেকে বড় রানের প্রত্যাশা করেছিলেন ওয়াসিম জাফর। কিন্তু শেষপর্যন্ত সেটা না হওয়াতেই হতাশার সুর শোনা গেল এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মুখ থেকেও। সেই পরিস্থিতিতে বিরাট কোহলির আউট হয়ে যাওয়াটা ওয়াসিম জাফরের করাছে হতবাক হওয়ার মতোই একটা ঘটনা।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারলেও, দ্বিতীয় ম্যাচে কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মাদের ব্যাটিং পারফম্যান্স নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানান কাটাছেঁড়া। যে ক্রিজে ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি, সেখানে অস্ট্রেলিয়ার একটি উইকেটও ভারতীয় বোলাররা নিতে পারেনি। ১০ উইকেটে ভারকতে হারিয়েছে অস্ট্রেলিয়া। এমন ম্যাচের পর যে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া শুরু হবে তা বলাই বাহুল্য।
বিশাখাপত্তনমে ৩১ রানেই সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি
তবে বিরাট কোহলির পারফরম্যান্সটাই যেন সবেচেয়ে হতাশ করছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফরকে। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে প্রাক্তন ভারত অধিনায়ক খেলা শুরু করেছিলেন, সেখানে তাঁর থেকে বড় রানের প্রত্যাশাতেই ছিলেন তিনি। কিন্তু ৩১ রানের মাথায় বিরাট কোহলিকে আউট হতে দেখে হতাশার সুরই ঝড়ে পড়ছে ওয়াসিম জাফরের গলা থেকে। তাঁর প্রিয় মাঠে বিরাট কোহলির ব্যাট থেকে বড় রানের ইনিংসই প্রত্যাশা করেছিলেন এই প্রাক্তন ক্রিকেটার।
ইএসপিএন ক্রিকইনফোকে ওয়াসিম জাফর জানিয়েছেন, “আমি সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম যে বিরাট কোহলি৩০ থেকে ৩৫ রান করার পরও এভাবে আউট হয়ে যেতে পারেন দেখে। কিন্তু সম্প্রতি এটা খুব ধাকাবাহিকভাবে হতে দেখা যাচ্ছে। চিনি যখন ক্রিজে থাকছেন ২০ থেকে ৪০ রান খেললেও সেখানে যেকোনও একটি খারাপ শটেই কতাঁকে আউট হতে দেখা যায়। সেই সমস্যাটাই বিরাট কোহলিকে পরিবর্তন করতে হবে। তাঁর প্রিয় ভেন্যুতে বিরাট কোহলির ব্যাট থেকেবড় রান জেখার প্রত্যাশাতেই ছিলাম আমি। কিন্তু দূর্ভাগ্যবসত তা হয়নি”।
একের পর এক উইকেট খোয়ালেও বিরাট কোহলি যতক্ষণ ক্রিজে ছিলেন তাঁকে ঘিরে সকলের প্রত্যাশাই বাড়ছিল। বিরাট কোহলির হাত ধরে একটি বড় পার্টনারশিপ দেখার অপেক্ষাতে ছিলেন সকলে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে বিরাট কোহলিকে তাঁর স্বমহিমায় দেখা যায় কিনা তারই অপেক্ষায় রয়েছেন সকলে।
The post বিশাখাপত্তনমে বিরাট কোহলির থেকে বড় রানের প্রত্যাশাতেই ছিলেন ওয়াসিম জাফর appeared first on CricTracker Bengali.