Ms Dhoni, Rohit Sharma & Virat Kohli. ( Image Source: Twitter )
বৃহস্পতিবার হঠাত্ই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। আইপিএল চলছে, এর মাঝে হঠাত্ই বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো ক্রিকেটারদের টুইটার অ্যাকাউন্ট থেকে উধাও ব্লুটিক। আর ঘটনা নজরে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর বিতর্ক। বৃহস্পতিবার রাতে শুধু এই তিন ক্রিকেটারেরই নয়.। আরও নানান সেলিব্রিটিদের টুইটার অ্যাকাউন্ট থেকেই সরিয়ে দেওয়া হয়েছে এঅ ব্লুটিক। শোনাযাচ্ছে টুইটারের নতুন নিয়ম অনুযায়ী তারা ব্লুটিকের জন্য টাকা দিতে নারাজ আর সেজন্যই নাকি হঠাত্ করে সরে গিয়েছে তাদের অ্যাকাউন্ট থেকে ব্লুটিক।
বৃহস্পতিবার থেকেই টুইটারে নতুন ভেরিফিকেশন পদ্ধতি শুরু হয়েছে। এতদিন সেলিব্রিটি কিংবা সমাজের গন্যামান্য ব্যক্তিদের প্রোফাইলের সত্যতা যাচাইয়ের জন্য এই ব্লুটিক রাখার পদ্ধতি ছিল টুইটারে। যারফলে কোনওরকম ভুল খবর কিংবা কোনওরকম ভুল তত্য থেকে সকলে বিব্রান্ত না হন সেজন্যই এমনটা ছিল। কিন্তু টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন ক্রমধারপ ইলন মাস্ক এক নতুন পদ্ধতির কথা বলেছিলেন। যেখানে জানানো হয়েছিল যে পেইড পদ্ধতির মাধ্যমেই এবার সকলের অ্যাকাউন্টে ব্লু টিক দেওয়া হবে।
বৃহস্পতিবার থেকেই তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ব্লু টিক
এমন সিদ্ধান্ত ডানার পর থেকেই যে সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ পড়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ইলন মাস্কের সমালোচনাতেও মুখ হয়েছিলেন অনেকে। কিন্তু হত বৃহস্পতিবার থেকেই এই নতুন নিয়ম বলবত্ করছে টুইটার। সেখানেই ভারতীয় ক্রিকেটের তিন সেরা তারকার প্রোফাইল থেকে উধাও হয়েছে টুইটারের অথেন্টিকেশন চিহ্ন। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো ক্রিকেটারেদের টুইটার অ্যাকাউন্টে নেই ব্লুটিক। আর সেই ছবি দেখার পর থেকেই যে সকলে চমকে গিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের তারকাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশী ফলোয়ার রয়েছে বিরাট কোহলির। কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে সবচেয়ে ফলোয়ারদের ব্যক্তিত্বদের তালিকায় নাম উঠছে বিরাট কোহলির। কিন্তু টুইটারে সেই বিরাট কোহলির অ্যাকাউন্ট তেকেই এবার উধাও রয়েছে ব্লুটিক। একইসঙ্গে ভারতীয় ক্রিকেটের আরও অনেক তারকাদের প্রোফাইল থেকেও সরানো হয়েছে এই ব্লুটিক। যদিও হার্দিক পান্ডিয়ার প্রোফাইলে এখনও অথেন্টিকেশন চিহ্ন রয়েছে।
কারণ তাঁর অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট হিসাবে রয়েছে। শোনাযাচ্ছে বেশীরভাগ তারকারাই ইলন মাস্কের এই পেইড পদ্ধতি নিয়ে একেবারে সহমত নন। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো ক্রিকেটাররাও এই ব্যবস্থার বিরুদ্ধেই গিয়েছেন। সেজন্যই বোধহয় বৃহস্পতিবার থেকে ব্লুটিক সরে গিয়েছে তাদের অ্যাকাউন্ট থেকে। আর এই ঘটনা যে সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্কের নতুন ঝড় তুলেছে তা বলার অপেক্ষা রাখে না।
The post বিরাট কোহলি, এম ধোনি এবং রোহিত শর্মাদের টুইটার অ্যাকাউন্ট থেকে সরল ব্লু টিক appeared first on CricTracker Bengali.