BJ Sports – Cricket Prediction, Live Score

বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে নিজের পছন্দের ক্রিকেটারকে বেছে নিলেন দীপক চাহার

 বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে নিজের পছন্দের ক্রিকেটারকে বেছে নিলেন দীপক চাহার

#image_title

Deepak Chahar. (Photo Source: Twitter/IPL)

১০ই মে, বুধবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ৫৫ তম ম্যাচে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে (ডিসি) ২৭ রানে পরাজিত করেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আইপিএল ২০২৩-এ এটি ছিল তাদের সপ্তম জয়।

এই ম্যাচে বল হাতে খুব ভালো পারফরম্যান্স করেন সিএসকের অভিজ্ঞ পেসার দীপক চাহার। তিনি ৩ ওভারে ২৮ রান দিয়ে ডিসির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ফিলিপ সল্টকে প্যাভিলিয়নে পাঠান। শুরুতেই এই দুটি ধাক্কা খাওয়ার পর পরিস্থিতি আর সামাল দিতে পারেনি ডেভিড ওয়ার্নারের দল। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান করেছিল সিএসকে। তার জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করতে সক্ষম হয়েছিল ডিসি।

সম্প্রতি একটি ইভেন্টে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে নিজের পছন্দের ক্রিকেটারকে বেছে নিতে বলা হয়েছিল দীপক চাহারকে। এই কঠিন প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গেই দিয়ে দেন সিএসকের এই পেসার। তিনি বলেছেন যে যেহেতু তিনি রোহিত শর্মার উইকেট বেশ কয়েকবার নিয়েছেন সেই জন্য বিরাট কোহলি হল তার পছন্দের ক্রিকেটার।

দীপক চাহার বলেন, “আমি রোহিত ভাইয়ের উইকেট অনেকবার পেয়েছি। তাই, বিরাট কোহলি,”

“I’ve got Rohit bhai many times”😂🏃‍♀️ pic.twitter.com/m1smUkmF8N

— Aswathyᶜˢᵏ💛 (@Dhonifan183) May 9, 2023

মাঠে ফিরলেও এখনও পুরোপুরি ফিট নন দীপক চাহার

ডিসির দুজন ওপেনারের উইকেট নিয়ে সিএসকে-কে ইনিংসের শুরুটা ভালোভাবে করতে সাহায্য করেছিলেন দীপক চাহার। এই মরসুমে সিএসকের তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দীপক। তিনি সম্প্রতি লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে ম্যাচটিতে কামব্যাক করেছিলেন।

সম্প্রতি সিএসকের এই পেসার জানিয়েছেন যে তিনি এখনও ১০০ শতাংশ ফিট নন। কিন্তু তা সত্ত্বেও নিজের দলের হয়ে যতটা সম্ভব ভালো পারফরম্যান্স করার চেষ্টা করছেন দীপক। এই মরসুমে এখনও পর্যন্ত মাত্র ৬টি ম্যাচ খেলে ৪টি উইকেট নিতে সক্ষম হয়েছেন তিনি।

১৪ই মে, রবিবার, নিজেদের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচে ১৫ পয়েন্টের সাথে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিএসকে। নীতিশ রানার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে তারা জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

The post বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে নিজের পছন্দের ক্রিকেটারকে বেছে নিলেন দীপক চাহার appeared first on CricTracker Bengali.

Exit mobile version