BJ Sports – Cricket Prediction, Live Score

বিরাট কোহলির ৭৫ তম সেঞ্চুরী দেখে আপ্লুত মাইকেল ভন

বিরাট কোহলির ৭৫ তম সেঞ্চুরী দেখে আপ্লুত মাইকেল ভন

#image_title

Virat Kohli & Michael Vaughan. ( Image Source: Twitter )

প্রায় সাড়ে তিন বছরের অপেক্ষার অবসান হয়েছে আহমেদাবাদে। নতুন বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফের টেস্টে সেঞ্চুরী পেলেন বিরাট কোহলি। বিরাটের ব্যাটে বড় রানের ঝলক দেখে সকলেই আপ্লুত। বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। বিরাট কোহলির ৭৫ তম সেঞ্চুরীতে মুগ্ধ তিনি। বিরাট দ্বিশতরান পান কিনা তা তো সময়ই বলবে। কিন্তু বিরাটের ঝুলিতে যে আরকও এমন নানান ইনিংস আসতে চলেছে তা বলতে কোনও দ্বিধা নেই মাইকেল ভনের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেননি বিরাট কোহলি। প্রথম তিন টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। তা নিয়ে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছিল। চতুর্খথ টেস্টেই যেন বদলে গিয়েছে গোটা চিত্রটা। ফের বিরাট কোহলির ব্যাটে দেখা গেল সেঞ্চুরীর ঝলক। প্রায় সাড়ে তিন বছর পর ফের টেস্টে সেঞ্চুরী পেলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই তাঁর ব্যাটে ছিল সেঞ্চুরীর খরা।

প্রায় সাড়ে তিন বছর পর টেস্টের মঞ্চে সেঞ্চুরী পেলেন বিরাট কোহলি

নতুন বছরেই একদিনমের ফর্ম্যাটে সেঞ্চুরী েপেয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জোড়া সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। কিন্তু টেস্টের মঞ্চে তাঁর ব্যাটে বড় রানের দেখা মিলছিল না। শেষ টেস্টের তৃতীয় দিনই প্রায় এক বছর পর অর্ধশতরান পেয়েছিলেন তিনি। সেই থেকেই বাড়তে শুরু করেছিল তাঁকে ঘিরে প্রত্যাশা। অবশেষে আবমেদাবাদেই শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের।

কেরিয়ারেরক ৭৫ তম আন্তর্জাতিক সেঞ্চুরী পেলেন বিরাট কোহলি। সেই পারফরম্যান্স দেখেই বিরাট কোহলির প্রশংসায় মাইকেল ভন। তিনি জানিয়েছেন, “বিরাট কোহলির ব্যাটে ফের টেস্ট সেঞ্চুরী দেখে আমি আপ্লুত। তাঁকে ব্যাটিং করতে দেখতে সবসময়ই ভালবাসি আমি। ৩ বছরের বেশী সময় ধরে তাঁর ব্যাটে টেস্টের মঞ্চে কোনও সেঞ্চুরী ছিল না। আমার মনে হচ্ছে এবার আরও বেশ কয়েকটি সে়ঞ্চুরী আসতে চলেছে বিরাট কোহলির ব্যাটে”।

তৃতীয় দিন থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে ব্যাটিং পারফরম্যান্স দেখানো শুরু করেছিলেন বিরাট কোহলি। তৃতীয় দিন ৫৯ রানে অপরাজিত ছিলেন এই তারকা ক্রিকেটার।  চতুর্থ দিন সেই জায়গা থেকেই শুরু হয়েছিল বিরাট কোহলির লড়াইটা। দীর্ঘ অপেক্ষার টেস্ট সেঞ্চুরী এসেছিল বিরাট কোহলির ব্যাটে। সেই সঙ্গেই সেঞ্চুরীর সেঞ্চুরী করার দিকেও একধাপ এগিয়েছেন তিনি। কেরিয়ারের ৭৫ তম সেঞ্চুরীর মাইলস্টোন গড়ে ফেললেন বিরাট।

The post বিরাট কোহলির ৭৫ তম সেঞ্চুরী দেখে আপ্লুত মাইকেল ভন appeared first on CricTracker Bengali.

Exit mobile version