Virat Kohli. (Photo Source: Twitter)
বিরাট কোহলির ভক্ত, সমর্থকের সংখ্যা গোটা ক্রিকেট বিশ্বে ছড়িয়ে রয়েছে। ভক্তদের তাঁকে দেখে আবেগতাড়িত হয়ে পড়ার বহু ছবি এর আগেও আমরা নানান জায়গায় দেখেছি। পোর্ট অব স্পেনে আবারও সেই ছবি দেখলাম। ছেলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন। কিন্তু তাঁকে দেখার জন্য নয়, বিরাট কোহলিকে দেখার জন্যই পোর্ট অব স্পেনে উপস্থিত জশুয়া ডা সিলভার মা। বিরাট কোহলির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তাঁকে জড়িয়ে ধরেও যেন এক স্বপ্নপূরণ করলেন তিনি। বিরাট কোহলিকে দেখে নিজের চোখ জল লুকিয়ে রাখতে পারলেন জসুয়া ডা সিলভার মা।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ম্যাচে নেমেছিলেন বিরাট কোহলি। এই ম্য়াচে বিরাট কোহলিকে নিয়ে যে প্রত্যাশার পারদ ক্রমশই উর্দ্বমুখী ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই বিরাট কোহলির খেলা দেখতেই এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার জশুয়া ডা সিলভার মা। চোখের সামনে নিজের প্রিয় ক্রিকেটারকে দেখে একেবারেি চোখের জল সামলে রাখতে পারেননি তিনি।
৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে ১২১ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি
তাঁর মা যে ম্যাচ দেখতে ঈসার কতা আগেই জানিয়েছিলেন, তা দ্বিতীয় দিনের শেষেই প্রকাশ্যে এনেছিলেন খোদ ডা সিলভা। বিরাট কোহলির ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচের স্বাক্ষী থাকতে চেয়েছিলেন জশুয়া ডাসিলভার মা। সেই কথা জানিয়েই এই ম্যাচে শুধুমাত্র সেই কারণেই উপস্তিত হয়েছিলেন তিনি। বিরাট কোহলির খেলা দেখাই শুধু নয়, তাঁর সঙ্গে সাক্ষাতও করতে পেরে আপ্লুত জসুয়া ডা সিলভার মা। এই ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরীর ঝলকও এসেছে।
এই প্রসঙ্গে জসুয়া ডা সিলভার মা জানিয়েছেন, “যখন বিরাট কোহলি সেঞ্চুরী করেছিলেন সেই সময় আমি দাঁড়িয়ে এবং হাততালি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলাম। কারণ এটা আমাদের কাচে বিরাট প্রাপ্তি যে তিনি অমাদের দেশের মাটিতে এমন রেকর্ড গড়েছেন। আমার কাছে সেই মুহূর্তটা খুবই আবেগের ছিল। আমি জশুয়াকেও জানিয়েছিলাম যে সেখানে শুধুমাত্র বিরাট কোহলিকে দেখার জন্যই যাচ্ছি আমি”।
এই ম্যাচেই ১২১ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি। খারাপ রান আউট না হলে এই রানটা দ্বিশতরান হলেও অবাক হওয়ার মতো হত না। সচিন তেন্ডুলকরদের সঙ্গে এলিট তালিকায় নাম তুলেছেন বিরাট কোহলি। তবে একমাত্র ক্রিকেটার হিসাবে তিনিই কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরীর রেকর্ড গড়েছেন।
The post বিরাট কোহলির সাক্ষাত পেয়ে চোখে জল জশুয়া ডা সিলভার মা-এর appeared first on CricTracker Bengali.