BJ Sports – Cricket Prediction, Live Score

বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরীর সেঞ্চুরী দেখার প্রত্যাশায় শোয়েব আখতার

 বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরীর সেঞ্চুরী দেখার প্রত্যাশায় শোয়েব আখতার

#image_title

Virat Kohli. (Image Source: BCCI)

সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। সেই থেকেই তাঁর প্রশংসায় সকলের। প্রায় সাড়ে তিন মাস পড় টেস্টের মঞ্চে সেঞ্চুরী পেয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।  এরপর থেকেই বিরাট কোহলির ব্যাটে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরীর সেঞ্চুরী রেকর্ড ভঙার প্রত্যাশা বাড়তে শুরু করেছে সকলের। এবার সেই সুরেই সুর মেলালেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শোয়েব আখতার। বিরাট কোহলির ব্যাটে ১১০টি আন্তর্জাতিক সেঞ্চুরী  দেখার প্রত্যাশায় রয়েছেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টেই সব সমালোচনার জবাব দিয়েছেন বিরাট কোহলি। বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজে প্রথম তিন ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। তাঁকে নিয়ে কানাভুসোও শুরু হয়েছিল। তবে সিরিজের শেষ টেস্টেই সেই জবাব দিয়েছেন বিরাট কোহলি। ১৮৬ রানের দুরন্ত সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আর তাতেই শেষপর্যন্ত স্বস্তি এসেছিল ভারতীয় শিবিরের অন্দরে।  সেই থেকেই বিরাট কোহলিকে ঘিরে প্রত্যাশা্র পারদ চড়তে শুরু করেছে। কেরিয়ারের ৭৫ তম সেঞ্চুরী পেয়েছেন বিরাটক কোহলি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে ১৮৬ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি

শেষবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই তাঁর ব্যাটিংয়ে এসেছিল রানের খরা। একদিন এবং টি টোয়েন্টিতে সেঞ্চুরী পেলেও টেস্টে তাঁর অপেক্ষাটা ক্রমশ বাড়তেই শুরু করেছিল। এবার সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টেস্টে সেঞ্টুরীর খরা কাটিয়েছে। কয়েকদিন আগেই বিরাটের ব্যাটে সে়ঞ্চুরীর সেঞ্চুরী দেখার প্রত্যাশার কথা জানিয়েছিলেন হরভজন সিং। এবার সেই কথা শোনাগেল প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের মুখেও।

এই প্রসঙ্গে শোয়েব আখতার জানিয়েছেন, “বিরাট কোহলিকে ফর্মে ফিরতেই হত। এটা আমার কাছে নতুন কিছু নয়। তাঁর ওপর নেতৃত্বের একটা চাপ ছিল। এখন তিনি সেই চাপ থেকে মুক্ত হয়েছে। এখন তাঁর ফোকাস আরও বেশী জোরদার। আমার এখন বিরাট কোহলির ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে যে তিনি ১১০টি সেঞ্চুরীও করতে পারেন। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট কোহলি। এখন তাঁর ওপর নেতৃত্বের চাপ নেই। বিরাট কোহলি আরও বিধ্বংসী হয়ে উঠতে পারেন”।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। এই বছরই একদিনের ক্রিকেটেও বিরাট কোহলির ব্যাটে ছিল রানের ঝলক। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে জোড়া সেঞ্চুরী পেয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এবার টেস্টেও তাঁর খরা কেটেছে। শেষপর্যন্ত বিরাট কোহলি সকলের প্রত্যাশা পূরণঁ করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

The post বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরীর সেঞ্চুরী দেখার প্রত্যাশায় শোয়েব আখতার appeared first on CricTracker Bengali.

Exit mobile version