BJ Sports – Cricket Prediction, Live Score

বিরাট কোহলির উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পেসার হিসাবে নয়া মাইলস্টোন মিচেল স্টার্কের

 বিরাট কোহলির উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পেসার হিসাবে নয়া মাইলস্টোন মিচেল স্টার্কের

#image_title

Mitchell Starc. ( Pankaj Nangia/Getty Images )

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে বিধ্বংসী রূপ ধারণ করেছিলেন মহম্মদ সামি। আর তাতেই কার্য়ত ভেঙে পড়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। অস্ট্রেলিয়ার ১৮৮ রানের জবাবে যখন ব্যাটিং করতে নামে ভারতীয় দল, সেই সময় বিধ্বংসী রূপ ধারণ করেছিলেন মিচেল স্টার্ক। এদিন ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে একের পর এক ধাক্কা দিয়েছিলেন এই তারকা অজি পেসার। সেইসঙ্গেই তাঁর মুকুটে উঠল নতুন পালক। মিচেল জনসনকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ উইকেটের মালিক হলেন মিচেল স্টার্ক।

সূর্যকুমার যাদবের উইকেট নেওয়ার সঙ্গেই সেই নতুন রেকর্ডের মালিক হয়েছেন মিচে স্টার্ক। অস্ট্রেলিয়ার হয়ে সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে ৫৩টি উইকেট তুলে নিয়েছেন  মিচেল স্টার্ক। এদিন ভারতের বিরুদ্ধে বল হাতে দুর্ধর্ষ মেজাজে ছিলেন এই তারকা ক্রিকেটার। যদিও অস্ট্রেলিয়ার সেই এলিট তালিকায় তার সামনে রয়েছেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং ব্রেট লি-র মতো তারকা ক্রিকেটাররা। এখনও পর্যন্ত সেই তালিকায় ৯৯৯টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন শেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার জার্সিতে চতুর্থ সর্বোচ্চ উইকেটের মালিক মিচেল স্টার্ক

অস্ট্রেলিয়ার হয়ে সব ফর্ম্যাট মিলিয়ে ৯৪৮টি উইকেট নিয়ে সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা এবং  তৃতীয় স্থানে রয়েছেন ব্রেট লি। তাঁর ঝুলিতে উইকেট রয়েছে ৭১৮টি। এদিন যখন ভারতের বিরুদ্ধে বল হাতে মাঠে নেমেছিলেন মিচেল স্টার্ক, সেই সময় মিচেল স্টার্ককে টপকাতে তিনি মাত্র এক উইকেট পিছনে ছিলেন।  বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারকে সাজঘরে ফেরানোর সঙ্গেই সেই নতুন রেকর্ডের মালিক হয়েছিলেন মিচেল স্টার্ক। মিচেল জনসনকে টপকে অস্ট্রেলিয়ার জার্সিতে চতুর্থ সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।

এদিন বিরাট কোহলির সামনে মিচেল স্টার্কের বোলিংয়ের কোনও জবাব ছিল না। এলবিডব্লুর সিদ্ধান্তের বিরুদ্ধে কোনওরকম ডিআরএসের আবেদন পর্যন্ত করতে দেখা যায়নি বিরাট কোহলিকে। মাত্র ৪ উইকেটেই এদিন বিরাট কোহলিকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মিচেল স্টার্ক। যদিও তাঁর উইকেট শিকার সেখানেই থেমে যায়নি। বিরাট কোহলির পর ক্রিজে সূর্যকুমার যাদবকেও রানের খাতা খুলতে দেননি এই তারকা ক্রিকেটার।

শূন্য রানেই সঞ্জু স্যামসন সাজঘরের রাস্তায় ফেরেন। স্টার্কের স্পার্কের সামনে চোখ ধাঁধিয়ে গিয়েছিল শুবমন গিলেরও। এদিন ভারতীয় দলের সেরা তিন ব্যাটাররকে সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন মিচেল স্টার্ক। আর সেইসঙ্গেই কেরিয়ারের নতুন মাইলস্টোনের মালিক হয়েছেন অস্ট্রেলিয়ার স্পীডস্টার মিচেল স্টার্ক।

The post বিরাট কোহলির উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পেসার হিসাবে নয়া মাইলস্টোন মিচেল স্টার্কের appeared first on CricTracker Bengali.

Exit mobile version