Virat Kohli. ( Image Source: Twitter )
আগামী ১২ নভেম্বর বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ভারত। সেই ম্যাচে যে গোটা বিশ্বের নজর রয়েছে বিরাট কোহলির দিকে তা বলা অপেক্ষা রাখে না। নেদারল্যান্ডসের ক্রিকেটাররাও বিরাট কোহলির বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছেন। গোটা বিশ্বে রয়েছে বিরাট কোহলির ভক্ত। নেদারল্যান্ডস শিবিরেও যে বিরাট কোহলির ভক্তের সংখ্যা খুব একটা কম নয় তা বুঝিয়ে দিলেন ডাচ শিবিরের ম্যাক্স ও ডাউড। বিরাট কোহলির খেলা ধকেত যে তাদেরও অত্যন্ত সুন্দর লাগে তা বলতে দ্বিধা করেননি তিনি।
এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট কোহলি। ওডিআই ফর্ম্যাটে ৪৯ তম সেঞ্চুরী খেলেছিলেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছেন বিরাট কোহলি। সেই থেকেই বিরাট কোহলিকে নিয়ে আরেক প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। বিরাট কোহলির ব্যাট থেকে এখন সকলের পঞ্চম তম ওডিআই সেঞ্চুরী দেখার প্রত্যাশা।
বিশ্বকাপের মঞ্চেই ৪৯ তম সেঞ্চুরী করেছেন বিরাট কোহলি
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সেটা করতে পারবে কিনা সেটা তো সময়ই বলবে। তবে বিরাট কোহলিকে নিয়ে যে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। চলতি বিশ্বকাপের মঞ্চে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৫০০ রানের গন্ডী টপকেছিলেন তিনি। এই মুহূর্তে চলতি ওডিআই বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ৫৪৩ রান করেছেন বিরাট কোহলি। সেই পারফর্ম্যান্সের ধারা এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধেও দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ম্যাচ শুরু হওয়ার আগে ম্যাক্স ও ডাউড জানিয়েছেন, “তর্ক বিতর্কের মধ্যেও বিরাট কোহলি এই মুহূর্তে সর্বকালের সেরা ক্রিকেটার। বিরাট কোহলিকে কে না ভালবাসেন”।
চলতি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। তাঁকে নিয়ে চলছে নানান হিসাব নিকাশ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ধারেভারে ভারতীয় দল যে এগিয়ে থেকে নামছে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই এই ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে সকলের ৫০ তম সেঞ্চুরী দেখার প্রত্যাশাও বাড়তে শুরু করেছে। শেষপর্যন্ত বিরাট কোহলি তা করতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। বিরাট কোহলিকে মাঠে দেখার প্রতীক্ষায় যে নেদারল্যান্ডসের ক্রিকেটাররাও রয়েছেন তা বলার অপেক্ষায় রাখে না।
The post বিরাট কোহলিকে সেরা ক্রিকেটার বলছেন নেদারল্যান্ডসের ম্যাক্স ও ডাউড appeared first on CricTracker Bengali.