BJ Sports – Cricket Prediction, Live Score

বার্ষিক চুক্তির অধীনে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করল বিসিসিআই, গ্রেড এ+ ক্যাটেগরিতে জাডেজা

 বার্ষিক চুক্তির অধীনে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করল বিসিসিআই, গ্রেড এ+ ক্যাটেগরিতে জাডেজা

#image_title

Team India. (Photo Source: Twitter/BCCI)

২০২২-এর অক্টোবর থেকে ২০২৩-এর সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকা বার্ষিক খেলোয়াড় চুক্তি ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এ+ বিভাগে যোগ দেবেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহর সঙ্গে।

গত বছর গ্রেড এ চুক্তি পাওয়া কেএল রাহুলকে গ্রেড বিতে অবনমিত করা হয়েছে। অন্যদিকে, যথাক্রমে গ্রেড বি ও গ্রেড সিতে থাকা দুই অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়াকে গ্রেড এতে উন্নীত করা হয়েছে। উল্লেখ্য, পান্ডিয়া ২০২০-২১ চক্রে গ্রেড বি থেকে এতে চলে এসেছিলেন, তবে প্রচুর ফিটনেস সমস্যার মুখোমুখি হওয়ার পরে তাঁর অবনমন হয়েছিল।

তিন সিনিয়র খেলোয়াড় – ভুবনেশ্বর কুমার, আজিঙ্ক্যা রাহানেইশান্ত শর্মা – বার্ষিক চুক্তি পাননি

২০২১-২২ পর্বে প্রথমবার চুক্তি পাওয়া সূর্যকুমার যাদব গ্রেড সি থেকে বি-তে উন্নীত হয়েছেন। শুবমান গিলের সমান উন্নতি হয়েছে। ঋষভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ শামিকে আগের চক্রর মতোই গ্রেড এতে ধরে রাখা হয়েছে, যেখানে চেতেশ্বর পূজারা ও মহম্মদ সিরাজকে গত বছরের মতো একই গ্রেড বিতে রাখা হয়েছে। একটি উল্লেখযোগ্য অবনম হয়েছে হল শার্দূল ঠাকুরের, যিনি বি থেকে সি গ্রেডে নেমে গেছেন।

আগেরবারে চুক্তি থেকে বঞ্চিত হওয়া কুলদীপ যাদব এই বছর গ্রেড সি চুক্তি পেয়েছেন। গ্রেড সিতে থাকা অন্য চুক্তিবদ্ধ ক্রিকেটাররা হলেন: ঈশান কিষান, দীপক হুডা, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং ও কেএস ভরত।

শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর ও উমেশ যাদব সকলেই তাঁদের গ্রেড সি চুক্তি বজায় রেখেছেন। মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার ও দীপক চাহারকে গ্রেড সি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও বাদ পড়েছেন সিনিয়র জুটি আজিঙ্ক্যা রাহানে ও ইশান্ত শর্মা, যাঁরা দুজনেই ২০২১-২২ চক্রে গ্রেড বিতে ছিলেন।

এ+ ক্যাটেগরিতে খেলোয়াড়রা বার্ষিক ৭ কোটি টাকা পাবেন। গ্রেড এর খেলোয়াড়দের জন্য বরাদ্দ বার্ষিক ৫ কোটি টাকা। গ্রেড বি ও সি চুক্তি পাওয়া খেলোয়াড়রা বছরে পাবেন যথাক্রমে ৩ কোটি ও ১ কোটি  টাকা।

এ+ বিভাগ: রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।

এ বিভাগ: হার্দিক পান্ডিয়া, আর অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল।

বি বিভাগ: চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুবমান গিল।

সি বিভাগ: উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দূল ঠাকুর, ঈশান কিষান, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, কেএস ভারত।

The post বার্ষিক চুক্তির অধীনে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করল বিসিসিআই, গ্রেড এ+ ক্যাটেগরিতে জাডেজা appeared first on CricTracker Bengali.

Exit mobile version