Ravi Shastri. (Photo Source: Twitter)
চোট সারিয়ে এবারের আইপিএলেই ফের মাঠে ফিরেছিলেন দীপক চাহার। কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে দ্বিতীয় ম্যাচ চলাকালীনই ফের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই বেশ কয়েকদিনের জন্য চেন্নাই সুপার কিংস সিবির তেকে চিটকে গিয়েছেন দীপক চহার। এমনটা দেখার পরই বেশ ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। বারবার ক্রিকেটারদের চোট হওয়া নিেয়ে দীপক চাহারকে কটাক্ষ করার পাশাপাশি এনসিএকেও দুষতে ছাড়লেন না তিনি।
চোটের কারণে গতবছরের আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন দীপক চাহার। এই চোট আগাতেপ দেরে বারতীয় দলের হয়েও তাঁকে ধারাবাহিকবাবে খেলতে দেখা যায়নি। দীর্ঘদিন চোটের জন্য দলের বাইরে ছিলেন তিনি। এনসিএতেই চলছিল তাঁর রিহ্যাব। দীর্ঘ চোট আঘাতের সমস্যা কাটি্য়ে শেষপর্যন্ত এবারের আইপিএলে ফিরেছিলেন দীপক চাহার। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করেচিলেন তিনি ২০২১ সালে। ২০২৩ সালেও তাঁর থেকে ভাল পারফর্ম্যান্সের প্রত্যাশাতেই ছিলেন সকলে।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়েছেন দীপক চাহার
কিন্তু এবারের আইপিএলেও চোট আঘাতের সমস্যা পিছু ছাড়ছে না েই তারকা ক্রিকেটারের। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল চেন্নাি সুপার কিংস। সেই ম্যাচ চলাকালীনই বোলিং করার সময় ফের পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দীপক। ইতিমধ্যেই াইপিএলের বেস কয়েকটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এমন চিত্র দেখার পরই এনসিএর ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। একইসঙ্গে দীপক চাহারের বারবার এমন চোট আঘাতে পড়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি রবি শাস্ত্রী।
আইপিএলের মঞ্চে ফের দীপকত চাহার চোট পাওয়ার পরই তাঁকে কটাক্ষ করে এনসিএ-র স্থায়ী বাসিন্দা বলতেও পিছপা হননি তিনি। কেন এমনটা হচ্ছে , তা নিয়েই প্রশ্ন তুলেছেন রবি শাস্ত্রী। তিনি বলেছেন, “কয়েকজন এমন ক্রিকেটার রয়েছেন যারা এনসিএ-র স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছেন। খুব শীঘ্রই সেখানে থাকার স্থায়ী ছাড়পত্র পাবেন তারা। যখন খুশি তখন যেতে পারবেন সেই ক্রিকেটাররা। এটা একেবারেই ভাল দিক নয়। আমার মতে বারবার চোট আঘাত পেয়ে বেশী ম্যাচ খেলার সুযোগটাই হারিয়ে ফেলছেন। তবে কেন এনসিএ-তে যাচ্ছে সে”।
দীপক চাহারের এই চোট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা। যেখানে সবচেয়ে বেশী সুর চড়িয়েছেন খোদ রবি শাস্ত্রী। অন্যদিকে শোনাযাচ্ছে এমন চোট আঘাতের খবর নিয়ে রাহুল দ্রাবিড়ও নাকি খুব একটা স্বস্তি নেই। ইতিমধ্যেই নাকি এনএসের প্রধানের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন তিনি।
The post বারবার দীপক চাহারের চোট নিয়ে অসন্তুষ্ট রবি শাস্ত্রী, দুষলেন এনসিএ-কেও appeared first on CricTracker Bengali.