Skip to main content

সর্বশেষ সংবাদ

বাবা হলেন জসপ্রীত বুমরাহ, ছেলের নাম রাখলেন অঙ্গদ জসপ্রীত বুমরাহ

বাবা হলেন জসপ্রীত বুমরাহ, ছেলের নাম রাখলেন অঙ্গদ জসপ্রীত বুমরাহ

Jasprit Bumrah. ( Image Source: Twitter )

এশিয়া কাপের মাঝে হঠাত্ই দেশে ফিরে এসেছেন জসপ্রীত বুমরাহ। আর সেই খবর ছড়িয়ে পড়তেই নানান আলোচনা শুরু হয়েগিয়েছিল। জপ্রীকত বুমরার চোট নিয়েও নানান গুঞ্জন সুরু করেছিলেন সকলে। অবশেষে তাঁর দেশে ফেরার কারণ নিজেই জামালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার জপ্রীতদ বুমরাহ। বাবা হলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। এই মুহূর্তের স্বাক্ষী থাকতেই তাড়াতাড়ি  শ্রীলঙ্কা থেকে  ভারতে ফিরে এসেছিলেন জসপ্রীত বুমরাহ। সোমবারই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সঞ্জনা গণশান। বুমরাগ পরিবারে যে এখন খুশির হাওয়া তা বলার অপেক্ষারাখে না।

প্রথম ম্যাচে পাকি্স্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। তবে বৃশ্টির কারমে শেষপর্।ন্ত সেই ম্যাচ ড্র হয়ে গিয়েছিল। চোট সারিয়ে  দলে ফেরার পর এবারই প্রথম বড় প্রতিযোগিতায় নেমেছিলেোন তিনি। জসপ্রীত বুমরার বোলিংয়ের দিকেই নজরছিল সকলের। ব্যাটহাতে জসপ্রীত বুমরাহকে দেখা গেলেও বল হাতে অবস্য সেই ম্যাচে দেখা যায়নি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। সেখানেই ব্যাট হাতে ১৬ রান করেছিলেন তিনি।এরপর বৃষ্টির জন্যআঈর মাঠেনামার সুযোগ পায়নিকোনও দলই।

রবিবারই শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে এসেছেন জসপ্রীত বুমরাহ

সোমবার নেপালের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেখানেই ভারতীয়দলের হয়ে দেখা যাবে না জসপ্রীত বুমরাহকে। রবিবারই হঠাত্ দেশে ফিরে এসেছিলেন তিনি।সেই সময়শোনা গিয়েছিল পারিবারিক কারণের জেরেই দেশে ফিরো এসেছেন জসপ্রীত বুমরাহ। সোমবারই সেই কথা সকলকে জানালেন জসপ্রীত বুমরাহ।  তাদের সংসারে প্রথম সন্তানকে স্বাগত জানাতেই দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের স্পীডস্টার। আর সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানানোর পরই শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে।  ভারতীয় ক্রিকেট মহলেও এদিন খুসি্র আবহ।

Our little family has grown & our hearts are fuller than we could ever imagine! This morning we welcomed our little boy, Angad Jasprit Bumrah into the world. We are over the moon and can’t wait for everything this new chapter of our lives brings with it ❤️ – Jasprit and Sanjana pic.twitter.com/j3RFOSpB8Q

— Jasprit Bumrah (@Jaspritbumrah93) September 4, 2023

এদিন সোশ্যাল মিডিয়ায় জসপ্রীত বুমরাহ জানিয়েছেন,আমাদের ছোট পরিবার এবার বড় হল সেইসঙ্গে আমার হৃদয় এখন আনন্দে ভরে গিয়েছে, যাআগে কখনোও হয়নি। এদিন আমরা স্বাগত জানমালেন আমার প্রথম পুত্র সন্তান অঙ্গদ জসপ্রীত বুমরাহকে। আমরা সত্য়িই অভিভূত হয়েরয়েছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে পথ চলা  শুরু করার জন্য মুখিয়ে রয়েছি আমরা।

চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন জসপ্রীত বুমরাহ। প্রায় নয় মাস মাঠের বাইরে ছিলেন তিনি। এবারের আয়ারল্যান্ড সফরের স,ময়ইই ভারতীয়দলে প্রত্যাবর্কতন হয়েছিল জসপ্রীত বুমরার। প্রত্যাবর্তনের মঞ্চে বড় পারফরম্যান্সই দেখিয়েছিলেন তিনি। এরপরই ভারতীয় দলের হয়ে এসিয়া কাপের মঞ্চে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানে অবশ্য বল হাতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। সুপার ফোরেই ফের একবার ভারতীয় দলের হয়ে দেখা যাবে জসপ্রীত বুমরাহকে।

The post বাবা হলেন জসপ্রীত বুমরাহ, ছেলের নাম রাখলেন অঙ্গদ জসপ্রীত বুমরাহ appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...