BJ Sports – Cricket Prediction, Live Score

বাবর আজম-ইফতিকার আহমেদের জোড়া সেঞ্চুরীতে জয় দিয়ে অভিযান শুরু পাকিস্তানের

#image_title

Babar azam and Iftikhar ahmed. ( Image Source: ASIF HASSAN/AFP via Getty Images)

বাবর আজমও ইফতিকার আহমেদের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই পাকিস্তানেক জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল । তাদের হাত ধরে বিরাট রানো পৌঁছনোর পর থেকে পাকিস্তানের জয়টা ছিল শুধু সময়ের অপেক্ষা। সেখানে বল হাতেও নিজের  দক্ষতা প্রমাণ করলেন শাহিন আফ্রিদি, শাদাব খানরা। পাকিস্তানের ৩৪২ রানেরচা়া করতে নেমে প্রথম ম্যাচে ১০৪ রানেই শেষ হয়ে গেল নেপাল। ২৩৮ রানের ব্যবধানে জিতেই এবারের এসিয়া কাপে যাত্রাটা শুরু করল পাকিস্তান। এই পরারফরম্যান্স যে তাদের অনেকটাই আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

টস জিতে এদিন নেপালের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিুদ্ধান্ত নিয়েছিলেন বাবর আজম। ধারেভারে এগিয়ে থেকা পাকিস্তান এদিন যে তাদের ব্যাটিং শক্তিটা দেখে নিতে চেয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু  শুরুতেই দুই ওপেনার সাজঘরের রাস্তা ধরেছিলেন। পাকিস্তান শিবিরের ওপর খানিকটা চাপও তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতেই  দলের হাল ধরেন অদিনায়ক বাবর আজম। সঙ্গে সঙ্গত দেন মহম্মদ রিজওয়া। কিন্তু এদিনও সেই রান আইট হয়েই সাজগরে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। অর্ধশতারানেই থেমে গিয়েছিল তাদের পার্টনারশিপটা।

১৫১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরার শিরোপা উঠেছে বাবর আজমের মাথায়

কিন্তু ততক্ষণে বাবর আজম ক্রিজে নিদের জায়গাটা শক্ত করে নিয়েছে। ইফতিকার আহমেদকে সঙ্গে নিয়েই নেপালের বিরুদ্ধে রানের পাবাড় গড়ার কাজটা শুরু করে দেন তিনি। সময় যতই এগোতে থাকে বাবর আজম ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন নেপাল বোলারদের বিরুদ্ধে। এশিয়া কাপের ম়্চে প্রথম ক্রিকেটার হিসাবে দেড়শো রান করার রেকর্ডও গড়েন তিনি। শেষপর্যন্ত ১৫১ রানে থামেন েইঅ তারকা ক্রিকেটার। কিন্তু ততক্ষণে পাকিস্তানেরক জয়ের রাস্তাটা একেবারেই প্রস্তুত হয়ে গিয়েছে।

First win for Pakistan under the captaincy of Babar Azam💯❤️.#PAKvsNEP #BabarAzam pic.twitter.com/mAF8gFL1fC

— Akhtar Jamal (@AkhtarActivist) August 30, 2023

Kicking off the Asia Cup campaign with a bang! Nothing beats the feeling of contributing to the team’s success. A massive salute to @babarazam258 for his majestic 151 – true captaincy and leadership at its finest. Let’s conquer the cup. 🏆#AsiaCup2023#PAKvsNEP pic.twitter.com/8p1iqUFoeB

— Iftikhar Ahmad (@iftiiMania) August 30, 2023

And It’s a Win Win 🏆
Congratulations Pakistan 🇵🇰 remarkable Partnership between Babar and Ifti led the scoreboard to its highest👏🏼and Obviously our spinners did a wonderful job specially shadab with the 4 wickets 👏🏼 overall Team work at its best✨
#PAKvsNEP #AsiaCup2023… pic.twitter.com/WZtwkXT9Uz

— Saeed Ajmal (@REALsaeedajmal) August 30, 2023

STAND UP FOR THE CHAMPIONS #PAKvsNEP

BJ Sports – Cricket Prediction, Live Score

Back to top