BJ Sports – Cricket Prediction, Live Score

বাবর আজমের বিরুদ্ধে বুমরাহ, সামি ও সিরাজদের নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

#image_title

Sourav Ganguly. (Photo by Harry Trump – ICC/ICC via Getty Images)

আর ২৪ ঘন্টা পরই এশিয়া কাপের মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। সেই ম্যাচের আগেই অবশ্য ভারতীয়দলের বোলিং লাইনআপের প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে বাবর আজমের বিরুদ্ধ জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামিদের নিয়ে অত্ন্ত আশাবাদী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

প্রথম ম্যাচেই বিরাট জয় তুলে নিয়েছে পাক বাহিনী। নেপালের বিরুদ্ধে ২৩৮ রানে সেই ম্যাচ জিতেছিল পাকিস্তান। বাবর আদম ও ইফতিকার আহমেদের সেঞ্চুরী ইনিংস যে ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের বোলাররা পাকি্স্তানেরক বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে সাজঘরে ফেরাতে ব্যর্থই হয়েছিলেন। ২০২২  টি টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম ফিরে গেলেও, মহম্মদদ রিজওয়ান কিন্তু লড়াই চালিয়ে গিয়েছিলেন।

প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন বাবর আজম

সম্প্রতি ভারতীয় বোলারদের বিরুদ্ধে পাক অধিনায়কের পারফরম্যান্স গ্রাফ যথেষ্ট উর্ধ্বগামী। এবার এশিয়া কাপে নামতে চলেছে দুই দল। সেখাানেই চোট সারিয়েফিরেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর সহ্গে মহম্মদ সামি ও মগম্মদ সিরাজ যে ভারতীয় দলের বোলিং লাইনআপকে অনেক বেশী শক্তিশালী করে তুলছে তা মানতে দ্বিধা নেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বরং তাঁর মতে এইঅ তিন পেসার এবার পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে কঠিন পরীক্ষার সামনে ফেলতে পারেন।

সৌভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “তিনি একজন ভাল ক্রিকেটার এবং তা নিয়ে কোনওরকম সন্দেহ নেই। তাঁকে বিশ্বকাপের মঞ্চে বোলিং করতে হবে। তার আগে অবশ্য এই এশিয়া কাপের মঞ্চেই বোলিং করতে হবে বাবর আজমকে। ভারতের অবশ্যই তাঁর জন্য বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে। আমাদের দলে যথেষ্ট ভাল বোলিং লাইনআপ রয়েছে। জসপ্রীত বুমরাব, মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজরা সত্যিই কতুব ভাল বোলিং লাইনআপ”।

নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ১৫১ রানের দুর্ধর্েষ ইনিংস খেলেছিলেন বাবর আজম। সেইসঙ্গে ইফতিকার আহমেদও চিলেন দুরন্ত মেজাজে। চলচি এশিয়া কাপে পাকিস্তানেরক মিজডল অর্ডার অন্যতম শক্তিশালী। সেই মতোই যে ভারতীয় দলও প্রস্তুত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২ সেপ্টেম্বর নামতে চলেছে দুই দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

The post বাবর আজমের বিরুদ্ধে বুমরাহ, সামি ও সিরাজদের নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায় appeared first on CricTracker Bengali.

Exit mobile version