BJ Sports – Cricket Prediction, Live Score

বাকী দুটি টেস্ট না খেলে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন অ্যাশটন অ্যাগার

 বাকী দুটি টেস্ট না খেলে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন অ্যাশটন অ্যাগার

#image_title

Ashton Agar. (Photo by Daniel Kalisz/Getty Images)

অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাশটন আগার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ড এবং মার্শ কাপে খেলার জন্য দেশে ফিরে যাচ্ছেন। বর্তমানে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ১৮ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত ছিলেন অ্যাশটন আগার।

তবে অ্যাশটন অ্যাগার প্রথম দুটি টেস্ট ম্যাচের একটিতেও একাদশে সুযোগ পাননি। অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়নের সঙ্গে প্রথম টেস্টে খেলেছিলেন অভিষেককারী টড মার্ফি। দ্বিতীয় টেস্টে এই দুই স্পিনারের সঙ্গে একাদশে রাখা হয়েছিল ম্যাট কুহ্‌নেমানকে। ধারাবাহিকভাবে অ্যাগার উপেক্ষিত থাকায় অ্যাডাম গিলক্রিস্ট এই পদক্ষেপকে ‘অপমানজনক’ বলে অভিহিত করেছিলেন।

ভারতের মাঠে অস্ট্রেলিয়ার দুঃস্বপ্ন অব্যাহত

উল্লেখ্য, বিগত কয়েক দিন ধরে অস্ট্রেলিয়ার স্কোয়াড ছেড়ে বেশ কিছু ক্রিকেটার দেশে ফিরে গিয়েছেন। গোড়ালির চোট থেকে পুনরুদ্ধারে ব্যর্থ হওয়ার কারণে প্রথম দুই টেস্টে অনুপস্থিত থাকা জশ হ্যাজেলউড সিরিজের বাকী অংশে আর খেলতে পারবেন না এবং তাই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে ডেভিড ওয়ার্নারের কনুইয়ে ফ্র্যাকচার হওয়ায় সিরিজের বাকি অংশ থেকে বাদ পড়েছেন ওপেনারও। এ ছাড়া অধিনায়ক প্যাট কামিন্স পরিবারের সদস্যর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে দেশে ফিরে এসেছে। যদিও তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে তিনি ভারতে প্রত্যাবর্তন করবেন।

অন্যদিকে, অ্যাগার পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ফিরে আসবেন এবং সেখানে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য প্রস্তুতি নেবেন। ভারতে টেস্ট সিরিজ খেলার জন্য নির্বাচিত হওয়া চার স্পিনারদের মধ্যে তিনি একজন ছিলেন, তবুও প্রথম দুই টেস্টে তাঁকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছিল। শুধু তাই নয়, প্রাথমিক স্কোয়াডে না থাকা কুহ্‌নেমানকে দ্বিতীয় টেস্টের আগে ভারতে উড়িয়ে এনে তাঁকে দিল্লি টেস্টে খেলানো হলেও অ্যাগারকে খেলানোর জন্য আগ্রহী হয়নি অজি টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ায় ঘরোয়া মরসুমের ক্রিকেট চলছে এখন। অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ভারতে অ্যাগারকে রেখে দেওয়ার পরিবর্তে ২৯ বছর বয়সীকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে তাঁর ঘরোয়া দলের হয়ে খেলানোর। ২রা মার্চ থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন বাঁ-হাতি স্পিনার।

তাদের ভুল দল নির্বাচন এবং খেলোয়াড়দের ব্যবস্থাপনায় কৌশলগত ত্রুটির কারণে অনেক সমালোচনার মুখে পড়েছে অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্ট। এমনকি অ্যাশটন অ্যাগারের প্রতি সংবেদনশীল আচরণ না করার জন্য এবং অপ্রয়োজনীয়ভাবে তাঁকে বসিয়ে রাখার জন্য অ্যাডাম গিলক্রিস্ট ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন।

The post বাকী দুটি টেস্ট না খেলে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন অ্যাশটন অ্যাগার appeared first on CricTracker Bengali.

Exit mobile version