BJ Sports – Cricket Prediction, Live Score

বাইজুসের পরিবর্তে ভারতীয় দলের নতুন স্পনসর হতে চলেছে ড্রিম ইলেভেন

 বাইজুসের পরিবর্তে ভারতীয় দলের নতুন স্পনসর হতে চলেছে ড্রিম ইলেভেন

#image_title

Dream 11 & India Team, ( Image Source: Twitter )

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে দীর্ঘ সফরে নামতে চলেছে ভারতীয় দল। সেই সিরিজে নামার গেই ভারতীয় দলের মূল স্পনসর কে হবে তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছিল। কারণ এই মার্চ মাসেই বাইজুর সঙ্গে ভারতীয় দলেরক চুক্তি শেষ হয়ে গিয়েছে। তাদের সঙ্গে চুক্তি বাড়ারও আর কোনও সম্ভাবনা নেই। সেই জায়গাতেই কোন নতুন সংস্থা ভারতীয় ক্রিকেট দলকে স্পনসর করবে সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। সবকিছু ঠিকঠাক চললে এবার  ভারতীয় দলের নতুন স্পনসর হতে চলেচে ড্রিম ইলেভেন।

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে টেস্ট সিরকিজে নামবে ভারতীয় দল। সেখানেই ভারতীয় দলের জার্সিতে থাকতে পারে ড্রিম ইলেভেনের ছবি। এমনকী  আসন্ন বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দলের জার্সিতে তাদের নামই থাকতে চলেছে। কিছু সমস্যার জেরে এই বছরের মার্চ মাসেই নির্ধারিত সময়ের আগে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি শেষ করেছে বাইজুস। গত ২০১৮ সাল থেকে ভারতীয় দলের স্পনসর হিসাবে ছিল বাইজুস সংস্থা। কিন্তু এবার তাদের পরিবর্তে রোহিতদের জার্সিতে দেখা যাবে ড্রিম ইলেভেনের তকমা।

২০১৮ সাল থেকে ভারতীয় দলের মূল স্পনসর ছিল বাইজুস

বেশ কয়েকদিন ধরেই বিসিসিআইয়ের ভারতীয় দলের নতুন স্পনসর নিয়ে সা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। দীর্ঘ টালবাহানার পর এবং নিজেদের বেস প্রািজ কমানোর পরই কার্যত নতুন স্পনসর যোগার করে ফেলল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শোনাযাচ্ছে ড্রিম ইলেভেনের সঙ্গেই কার্যত চুক্তি পাকা করে ফেলেছে ভারতীয় বোর্ড। এঅর আগেও অবশ্য স্পনসর হিসাবে ভারতীয় বোর্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড্রিম ইলেভেনের। ২০১৮ সালের আইপিএলেই স্পনসর হয়েছিল তারা।

২০২০ সালে আইপিএলের মূল স্পনসরও ছিল তারা। এবার তারাই ভারতীয় ক্রিকেট বোর্ডেরও স্পনসর হতে চলেছে।  আইসিসির প্রতিযোগিতায়  ক্রিকেটারদের জার্সির একেবারে সামনে স্পনসরের নাম না রাখার নির্দেশ জার্সি হওয়ার পরই মূল্য নিয়েও দর কষাকষি হতে শুরু করেছিল। বাইজুর সময় চুক্তি ছিল যে দ্বিপাক্ষিক সিরিজের সময় তারা ৫.৫ কোটি টাকা দেবে এবং আইসিসির প্রতিযোগিতায় সেই অর্থ হবে ১.৫ কোটি টাকা। সেই অঙ্কেই এবার বেশ কিছু রদবদল আনতে হচ্ছে বিসিসিআইকে।

নতুন চুক্তি অনুযায়ী শোনাযাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজে প্রতি ম্যাচে তারা দেবে ৩ কোটি টাকা এবং আইসিসির প্রতিযোগিতায় তারা দেবে ১ কোটি টাকা। সবকিছু ঠিকঠাক চললে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই নতুন স্পনসর নিয়ে মাঠে নামতে চলেছে ভারতীয় দল।

The post বাইজুসের পরিবর্তে ভারতীয় দলের নতুন স্পনসর হতে চলেছে ড্রিম ইলেভেন appeared first on CricTracker Bengali.

Exit mobile version