Indian Women’s Team. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)
জুলাই মাসে বাংলাদেশে সফর করবে ভারতের মহিলা দল। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই এবং টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে হারমানপ্রিত কউরের নেতৃত্বাধীন দল। সবকটি ম্যাচই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) অনুষ্ঠিত হবে।
ভারতের মহিলা দলের নির্বাচকরা এই সফরে রিচা ঘোষ এবং শ্রেয়াঙ্কা পাটিলকে সুযোগ দেননি। এই দুজন খেলোয়াড়ই পুরোপুরি ফিট অর্থাৎ তাদের চোটজনিত কোনও সমস্যা নেই। তা সত্ত্বেও কেন তাদের বাদ দেওয়া হয়েছে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি বিসিসিআই। আন্তর্জাতিক ক্রিকেটে রিচা ঘোষের রেকর্ড খুব একটা খারাপ নয়। তিনি এখনও পর্যন্ত ১৭টি একদিনের ম্যাচ খেলেছেন এবং ৩১১ রান করেছেন। তার সর্বোচ্চ রান হল ৬৫। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ২২.২১ এবং ৮৪.৯৭। টি-২০ ক্রিকেটে তিনি ৩৫টি ম্যাচ খেলেছেন এবং ৫৬৩ রান করেছেন। তিনি এই রান ২৬.৮০ গড় এবং ১৩৩.৪১ স্ট্রাইক রেটের সাথে করেছেন। তার সর্বোচ্চ রান হল ৪৭*। অন্যদিকে, জুন মাসে, হংকংয়ে এমার্জিং এশিয়া কাপে ৯টি উইকেট শিকার করেছিলেন শ্রেয়াঙ্কা পাটিল। কিন্তু তাকেও দলে রাখার প্রয়োজন বোধ করেননি নির্বাচকরা।
৯ই জুলাই বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টি-২০ ম্যাচটি খেলবে ভারত
তিনটি টি-২০ ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচের সময়সূচিও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। তিনটি টি-২০ ম্যাচ যথাক্রমে ৯, ১১ এবং ১৩ই জুলাইয়ে খেলা হবে।
অন্যদিকে, তিনটি টি-২০ ম্যাচ যথাক্রমে ১৬, ১৯ এবং ২২শে জুলাইয়ে খেলা হবে। এই সফরে ভারত রেণুকা সিংয়ের পরিষেবা পাবে না। তিনি চোট পেয়েছেন। সেই কারণেই তিনি বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারবেন না।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমাহ রড্রিগেস, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী (উইকেটরক্ষক), আমানজোত কউর, সাবভিনেনি মেঘনা, পূজা ভাস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেড্ডি, মিন্নু মানি।
ভারতের ওডিআই স্কোয়াড: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমাহ রড্রিগেস, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী (উইকেটরক্ষক), আমানজোত কউর, প্রিয়া পুনিয়া, পূজা ভাস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেড্ডি, স্নেহ রানা।
The post বাংলাদেশ সফরের জন্য দল ভারতের মহিলা দল ঘোষণা করল বিসিসিআই, সুযোগ পেলেন না রিচা ঘোষ appeared first on CricTracker Bengali.