Naveen-ul-Haq. (Photo by Will Russell – CA/Cricket Australia via Getty Images)
বাংলাদেশের বিরুদ্ধে নামার আগেই বড়সড় ধাক্কা আফগানিস্তান শিবিরে। আসন্ন টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশেরক বিরুদ্ধে নামার আগে ছিটকে গেলেন নভিন উল হক। আর সেটা যে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে আফগান শিবিরে অস্বস্তি বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। সেখানেই দলে ফিরেছিলেন রসিদ খান। একইসঙ্গে নভিন উল হককে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু শেষপর্যন্ত মাঠে নামতে পারবেন না ওই তারকা ক্রিকেটার।
আগামী ১৪ জুলাই বাংলাদশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে আফগানিস্তান। বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হেরে গিয়েছিল আফগানিস্তান। যদিও ওডিআই সিরিজে তারা শুরুটা জয় দিয়েই করেছে। এবার টি টোয়েন্টি সিরিজ সুরু হতে চলেছে কয়েকদিনের মধ্যেই। সেখানে প্রথমে নভিন উল হককে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করকেছিল আফগানিস্তান। কিন্তু শেষরক্ষা হল না। হাঁটুর চোট এখনও পর্যন্ত সম্পূর্ণ সারিয়ে উঠতে পারেননি তিনি। আর সেই চোট নিয়েই এবার বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।
ইংল্যান্ডে অস্ত্রোপচার হতে চলেছে নভিন উল হকের
চলতি ওডিআই সিরিজেও এই তারকা ক্রিকেটারকে আফগানিস্তান শিবিরে রাখা হয়নি। তবে টি টোয়েন্টি সিরিজে তাঁকে না রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। শোনাযাচ্ছে হাঁটুর চোট সারানোর জন্য কয়েকদিনের মধ্যেই অস্ত্রোপচার হবে এই তারকা আফগান ক্রিকেটারের। আর সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেই নভিন উল হক। আফগান শিবিরের সাফল্যের পিছনে তিনি যে অন্যতম সেরা অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই এই তারকা ক্রিকেটারকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে নারাজ আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এই প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “নভিন উল হকের হাঁটুতে অস্ত্রোপচার হবে এবং তাঁর জায়গায়এই সিরিজে খেলবেন নিজাত মাসুদ। আফগানিস্তানের এই ডান হাতি পেসার কয়েকদিন হাঁটুতে চোট পেয়েছিলেন নভিন উল হক। তাঁকে বিশেষজ্ঞের কাছেই পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনাইটেড কিংডমেই হবে তাঁর চিকিত্সা”।
তাঁর পরিবর্তে আফগানিস্তান শিবিরে এসেছেন নিজাত মাসুদ। এখনও পর্যন্ত আফগানিস্তানের হয়ে একটি টেস্ট ও ৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন নিজাত মাসুদ। বাংলাদেশের বিরুদ্ধেই টেস্টে অভিষেক হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। সেখানেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন নিজাাত মাসুদ। যদিও শেষপর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টিতেও নিজের সেরাটা দিতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন নভিন উল হক appeared first on CricTracker Bengali.